আগস্ট ২০, ২০২৩ ১০:৩১ Asia/Dhaka
  • লাদাখে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় কর্মকর্তাসহ ৯ সেনা জওয়ান নিহত

ভারতে কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চলের লেহ জেলার লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেলে একজন কর্মকর্তাসহ ৯ সেনা জওয়ান নিহত হয়েছে।

দুর্ঘটনার খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ অন্য নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, গতকাল (শনিবার) সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক জওয়ান প্রাণ হারান। অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। জানা গেছে, পাঁচটি গাড়ির একটি কনভয় ছিল, যার মধ্যে একটি দুর্ঘটনার কবলে পড়ে। লেহ-এর সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পিডি নিত্য বলেছেন, সেনাবাহিনীর গাড়িটি ১০ সেনা জওয়ানকে নিয়ে লেহ থেকে নয়োমা যাচ্ছিল। তিনি বলেন, পথে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোয় সেটি খাদে পড়ে যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেছেন, "লেহ-এর কাছে দুর্ঘটনায় আমরা ভারতীয় সেনাদের হারিয়েছি তাতে ব্যাথিত। জাতির প্রতি তাদের অসামান্য সেবা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক।"

সেনা সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "লাদাখের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত, যাতে আমরা আমাদের সাহসী সেনাদের হারিয়েছি।"

লাদাখে সড়ক দুর্ঘটনা

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বার্তায় বলেছেন, "লাদাখের লেহ-এর কাছে দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুতে আমি দুঃখিত। জাতির প্রতি তাদের অনুকরণীয় সেবা আমরা কখনো ভুলব না।"

প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে ৯ জন সেনার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শ্রী খাড়গে এক বার্তায় বলেন, "লেহে সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনায় ৯ জওয়ানের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমরা আমাদের বীর সেনাদের কাছে চির ঋণী থাকব।"

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে এক বার্তায় বলেছেন, "লাদাখের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয় সেনার মৃত্যুর খবর শুনে গভীরভাবে মর্মাহত। আমার সমবেদনা রইল শোকাহত পরিবারের জন্য। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা অ্যাম্বুলেন্স সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় দুই সেনা নিহত হয়েছিলেন। একই সঙ্গে আহত হন ২ জওয়ান। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে কেরি সেক্টরে ওই দুর্ঘটনা হয়।#   

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ