ভারতীয় কুস্তি সংস্থা নির্বাসিত: এটা দেশের জন্য লজ্জার-মমতা
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতীয় কুস্তি সংস্থাকে কুস্তির সর্বোচ্চ সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের পক্ষ থেকে নির্বাসিত করা হয়েছে। এর ফলে বিশ্ব কুস্তি সংস্থা পরিচালিত কোনও প্রতিযোগিতায় ভারতের কুস্তিগিরেরা অংশগ্রহণ করতে পারবেন না। সে ক্ষেত্রে, অলিম্পিক্স বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় দেশের পতাকা ছাড়াই তাদের নামতে হবে বলে জানা গেছে।
ওই, বিষয়ে ভারতীয় অলিম্পিক্স কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সময়মতো নির্বাচন না করার জন্য ভারতীয় কুস্তি সংস্থাকে (ডব্লিউএফআই) আজ (বৃহস্পতিবার) নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা।
এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, এটা দেশের জন্য লজ্জার! মমতা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে এক বার্তায় বলেন, ‘বিশ্ব কুস্তি সংস্থা ভারতের কুস্তি সংস্থাকে নির্বাসিত করেছে এই খবর শুনে আমি অবাক। গোটা দেশের কাছে এই ঘটনা লজ্জাজনক। কেন্দ্রীয় সরকার নিজেদের অহংকারী মনোভাব নিয়ে গোটা দেশের কুস্তিগিরদের টেনে নীচে নামিয়েছে। আমাদের কুস্তিগির বোনেদের উপর দাম্ভিক মানসিকতা দেখিয়েছে। নির্মম পুরুষতান্ত্রিক মনোভাব নিয়ে আমাদের কুস্তিগির বোনেদের উপর হয়রানি করেই চলেছে কেন্দ্র (কেন্দ্রীয় সরকার) এবং বিজেপি। যাদের কোনও নৈতিক আদর্শ নেই, যারা আমাদের দেশের লড়াকু মেয়েদের পাশে দাঁড়ায় না, তাদের বিরুদ্ধে গোটা দেশের গর্জে ওঠা উচিত। শেষের সে দিন আর দূরে নেই।’
এ নিয়ে রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা আজ বলেন, ‘এটা আমাদের জন্য একটা লজ্জা! ভারতবর্ষের জন্য একটা লজ্জা। দিনের পর দিন একটি গুরুতর অভিযোগ- যৌন হেনস্থা, কে করেছে? ভারতীয় কুস্তি সংস্থা ‘ডব্লিউএফআই’-এর কোচ ব্রিজভূষণ। যারা দেশকে গর্বিত করেছে, আমাদের যারা কুস্তি করে, আমদের মেয়ে রা যারা স্বর্ণপদক নিয়ে এসেছে ভারতবর্ষের জন্যে, তাদের উপরে ‘ডব্লিউএফআই’-এর কোচ যৌন হেনস্থা করেছিলেন- এই অভিযোগ তারা করেছেন। অভিযোগ শুধু নয় তারা প্রতিবাদও করেছেন। তারা আজ পর্যন্ত সুবিচার পায়নি। আজকে তাদের এখনও বিচারের কথা আমরা শুনিনি। কিন্তু যিনি ‘ডব্লিউএফআই’-এর কোচ, বিজেপির তিনি এমপিও। ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। গ্রেফতার করা তো দূরের কথা, একটা সুবিচার পাননি ভুক্তভোগীরা। এই সমস্তটা দেখে আজকে ‘ডব্লিউএফআই’কে বহিষ্কার করে দিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। এটা আমাদের লজ্জার জায়গা তৈরি হয়েছে। এবং এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে। আমরা এর শেষটা দেখব। ভারতবর্ষ এই লজ্জা মানতে পারবে না। এই লজ্জার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে এ ব্যাপারে জবাব দিতে হবে’ বলেও মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।