বিজেপি বাংলায় হেরে যাওয়ায় পাওনা টাকা আটকে রেখেছে: অভিষেক
https://parstoday.ir/bn/news/india-i128788-বিজেপি_বাংলায়_হেরে_যাওয়ায়_পাওনা_টাকা_আটকে_রেখেছে_অভিষেক
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, বিজেপি বাংলায় হেরে গেছে বলে গায়ের জোরে বিভিন্ন প্রকল্পে বাংলার মানুষের পাওনা টাকা আটকে রেখেছে।
(last modified 2025-10-29T07:49:47+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১৯:২১ Asia/Dhaka
  • বিজেপি বাংলায় হেরে যাওয়ায় পাওনা টাকা আটকে রেখেছে: অভিষেক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, বিজেপি বাংলায় হেরে গেছে বলে গায়ের জোরে বিভিন্ন প্রকল্পে বাংলার মানুষের পাওনা টাকা আটকে রেখেছে।

 তিনি আজ (শনিবার) ওই মন্তব্য করেন। ওই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রীকে টার্গেট করে মানুষের টাকা বন্ধ করলে আগামীদিনে মানুষ তার ভবিষ্যৎ বন্ধ করে দেবে বলে মন্তব্য করেন। এ সময়ে তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে তাকে এজন্য তৈরি থাকতে বলেন, এবং তমসাচ্ছন্ন একটা পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেন।

অভিষেক আজ বলেন, ‘গত কয়েক বছর ধরে আমরা সকলেই বিজেপির প্রতিহিংসা পরায়ণ এবং প্রতিশোধমূলক রাজনীতির শিকার হয়ে এসেছি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর বিজেপি সরকার ধারাবাহিক ভাবে মানুষের একশো দিনের কাজ, রাস্তা, আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলোর বরাদ্দ টাকা, তহবিল অন্যায় ভাবে গায়ের জোরে আটকে রেখেছে। ২০২১ সালে যেহেতু বাংলার মানুষ ওদের বিরুদ্ধে ভোট দিয়েছিল, সেজন্য বাংলার মানুষকে ওরা শাস্তি  দিতে চাচ্ছে। বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে দিল্লির স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন, গণ প্রতিরোধ গড়ে তুলতে আমরা ‘দিল্লি চলো’ ডাক দিয়েছি।’ 

 অন্যদিকে, গতকাল (শুক্রবার) রাতে নেতাজী ইনডোর স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে তার তীব্র সমালোচনা করেন। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলেন, ‘মানুষের টাকা যে আপনি আটকে রেখেছেন প্রায় দু’বছর ধরে, ২০২১ সালের ডিসেম্বর থেকে টাকা বন্ধ করে রাখায় বর্তমানে বাংলার পাওনা ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। ২ কোটি ৬৫ লাখ মানুষের টাকা আপনি কী করে আটকে রাখেন?’  

প্রসঙ্গত, বাংলার প্রাপ্য বকেয়া অর্থ আদায়ের লক্ষ্যে আগামী ২/৩ অক্টোবর দিল্লিতে ধর্না-অবস্থান ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলেন, এটা মানুষের লড়াই, তৃণমূলের লড়াই নয়। এটা ভোটের লড়াই নয়, অধিকারের লড়াই। এই অর্থবর্ষে আপনি প্রত্যেকটা রাজ্যে অর্থ বরাদ্দ করেছেন। কিন্তু বাংলায় করেননি, শূন্য দিয়েছেন! তার কারণ, বাংলার মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ২০২১ সালের নির্বাচনের পর  ধারাবাহিকভাবে যে ক’টা উপনির্বাচন হয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সর্বত্র বিজেপি মুখথুবড়ে পড়েছে। আগামীদিনে মানুষের জবাব আপনারা পাবেন।’

 অভিষেক বাংলার পাওনা অর্থের বিভিন্ন তথ্য পরিসংখ্যান উল্লেখ করে বাংলার মানুষের প্রতি প্রধানমন্ত্রীর এত রাগ কেন সেই প্রশ্ন করেন। তিনি বলেন, ‘বাংলায় হেরে গিয়ে একশো দিনের প্রকল্পের টাকা বন্ধ করেছে বিজেপি। একশো দিনের কাজে প্রায় ৭ হাজার কোটি টাকা বাংলার বকেয়া পাওনা রয়েছে। বাংলা আবাস যোজনায় পাওনা ৮ হাজার ২০০ কোটি টাকা। কেবলমাত্র এই দু’টি প্রকল্পেই বর্তমানে বাংলার বকেয়া পাওনা ১৫ হাজার কোটি টাকার বেশি। রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, সর্ব শিক্ষা মিশনের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, একশো দিনের কাজ প্রকল্পে টাকা বন্ধ! কী এত বাংলার মানুষের প্রতি রাগ আপনার?’ 

  প্রসঙ্গত, রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্পে বকেয়া টাকা ও অন্যান্য আর্থিক দাবি আদায়ের লক্ষ্যে গত জুলাইয়ে দিল্লি যাওয়ার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিল তৃণমূল। সেই মতো আগামী ২/৩ অক্টোবর রাজধানী দিল্লিতে দু’দিনের কর্মসূচি পালন করবে তৃণমূল। যারা টাকা পাননি, এমন লোকজনকে সঙ্গে নিয়ে ট্রেনে করে  দিল্লিতে পৌঁছনোর কথা ছিল। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ রেলের ব্যবস্থা করেনি বলে তৃণমূলের অভিযোগ। বাধ্য হয়ে আজ (শনিবার) বাসে করে দিল্লির উদ্দেশ্যে  রওয়ানা হয়েছেন প্রতিবাদী মানুষজন। আগামী ২ অক্টোবর গান্ধীজি’র জন্মদিনে রাজঘাটে শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি শুরু হবে। ৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তর থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রণালয়ের দফতর পর্যন্ত মিছিলের কর্মসূচি রয়েছে তৃণমূলের। এ সময়ে কোনো বঞ্চিত প্রতিবাদী মানুষজনের গায়ে হাত পড়লে তার যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা অভিষেক  বন্দ্যোপাধ্যায় এমপি।  #

পার্সটুডে/এমএএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।