ভারতে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে ৪টিতেই বিজেপির ভরাডুবির পূর্বাভাস
https://parstoday.ir/bn/news/india-i130350-ভারতে_৫_রাজ্যে_বিধানসভা_নির্বাচনের_মধ্যে_৪টিতেই_বিজেপির_ভরাডুবির_পূর্বাভাস
ভারতে আগামী ৭ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের পর্ব। তার আগে প্রাক-নির্বাচনী জরিপে রাজস্থান বাদে বাকি সব ক’টি রাজ্যেই কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপির ভরাডুবির পূর্বাভাস পাওয়া গেছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
নভেম্বর ০৫, ২০২৩ ১৭:২৭ Asia/Dhaka
  • ভারতে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে ৪টিতেই বিজেপির ভরাডুবির পূর্বাভাস

ভারতে আগামী ৭ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের পর্ব। তার আগে প্রাক-নির্বাচনী জরিপে রাজস্থান বাদে বাকি সব ক’টি রাজ্যেই কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপির ভরাডুবির পূর্বাভাস পাওয়া গেছে।

এবিপি-সি ভোটার জরিপে প্রকাশ, বিজেপিশাসিত মধ্য প্রদেশে ক্ষমতাসীন শিবরাজ সিং চৌহানকে টেক্কা দিয়ে বাজিমাত করতে পারে কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস দল। ছত্তিশগড়ে ফের ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস। অন্যদিকে, তেলেঙ্গানায় বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও হ্যাটট্রিক করতে চলেছেন বলে জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে।  মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। 

জরিপ অনুসারে, ৯০ বিধানসভা আসন সমন্বিত ছত্তিশগড়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেক্ষেত্রে ৪৫/৫১ আসন জিতে ফের ক্ষমতায় ফিরতে পারেন কংগ্রেসের (মুখ্যমন্ত্রী) ভূপেশ বাঘেল। এক্ষেত্রে বিজেপিকে বিরোধী আসনে বসতে হবে। তারা পেতে পারে ৩৬/৪১ আসন।

জরিপ অনুসারে,  বিজেপিশাসিত মধ্য প্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১১৮/১৩০ আসনে জয়ী হয়ে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস। এক্ষেত্রে বিজেপি ৯৯ থেকে ১১১টি আসন পেতে পারে।

জরিপের অনুমান,  একমাত্র রাজস্থানেই স্বস্তি পেতে পারে বিজেপি। রাজ্যের ২০০ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১১৪/১২৪ আসন। এক্ষেত্রে কংগ্রেস পেতে পারে ৬৭/৭৭ আসন।

তেলেঙ্গানাতে মোট আসন ১১৯। জরিপ অনুসারে, ৪৯/৬১ আসন জিতে ফের ক্ষমতা দখলে রাখতে চলেছেন কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস দল। এক্ষেত্রে কংগ্রেস পেতে পারে ৪৩/৫৫টি আসন। বিজেপির পেতে পারে মাত্র ৫/১১টি আসন। অন্যরা পেতে পারে ৪/১০টি আসন।

একইভাবে উত্তরপূর্বের রাজ্য মিজোরামে রাজ্য বিধানসভার ৪০ আসনের মধ্যে মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) দল ১৭/২১ টি আসন পেতে পারে। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ফের ক্ষমতায় ফিরতে পারে। কংগ্রেস পেতে পারে ৬ থেকে ১০টি আসন।  অন্যদিকে, ১০/১৪টি আসনে জয়ী হতে পারে জোরাম পিপলস্গ মুভমেন্ট (জেডপিএম)। প্রসঙ্গত, নির্বাচন শেষে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৩ ডিসেম্বর।#   

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।