গুজরাটের সুরাটে ভয়াবহ আগুনে নিহত ১৯, মোদির শোক
https://parstoday.ir/bn/news/india-i70661-গুজরাটের_সুরাটে_ভয়াবহ_আগুনে_নিহত_১৯_মোদির_শোক
ভারতের গুজরাটের সুরাটের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে অধিকাংশই ছাত্র।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৪, ২০১৯ ২১:১৭ Asia/Dhaka
  • গুজরাটের সুরাটে ভয়াবহ আগুনে নিহত ১৯, মোদির শোক

ভারতের গুজরাটের সুরাটের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে অধিকাংশই ছাত্র।

তক্ষশীলা আর্কেড বিল্ডিং নামে ওই ভবনে বিভিন্ন এলাকা থেকে পড়ুয়ারা কোচিং ক্লাস করার জন্য গিয়েছিলেন। সুরাটের পুলিশ কমিশনার সতীশ কুমার মিশ্র ১৫ জন নিহত হওয়ার কথা জানালেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মন্তব্য করেছেন।

আজ (শুক্রবার) বিকেলের ওই ঘটনায় অনেকেই প্রাণ বাঁচাতে তিনতলা থেকে নীচে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। অভিশপ্ত ওই ভবনটিতে এসময় কমপক্ষে ৪০ জন ছাত্র ছিলেন।

মর্মান্তিক ওই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ অনেকেই ওই ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নিহতদের পরিবারপিছু চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে শর্টসার্কিটের ফলে ওই দুর্ঘটনা বলে মনে করা হলেও গুজরাট সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়ে তিন দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৪