জম্মু ও কাশ্মীরে ভূমিস্বত্ব আইন পরিবর্তনে ভারতের সিদ্ধান্ত: পাকিস্তানের নিন্দা
https://parstoday.ir/bn/news/india-i78785-জম্মু_ও_কাশ্মীরে_ভূমিস্বত্ব_আইন_পরিবর্তনে_ভারতের_সিদ্ধান্ত_পাকিস্তানের_নিন্দা
জম্মু ও কাশ্মীরে ভূমিস্বত্ব আইন পরিবর্তন করার জন্য ভারত নয়া যে সিদ্ধান্ত নিয়েছে তার নিন্দা জানিয়েছে পাকিস্তান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ০৩, ২০২০ ২০:৩১ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

জম্মু ও কাশ্মীরে ভূমিস্বত্ব আইন পরিবর্তন করার জন্য ভারত নয়া যে সিদ্ধান্ত নিয়েছে তার নিন্দা জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জমির মালিকানা অধিকার আইনে পরিবর্তন আনার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা এ অঞ্চলে নয়াদিল্লি সরকারের ফ্যাসিবাদ ও হিন্দুত্ববাদের প্রসার অব্যাহত রাখার কৌশল। বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার কাশ্মীরে হিন্দু জনসংখ্যা বাড়িয়ে মুসলিম অধ্যুষিত কাশ্মীরের জনসংখ্যায় পরিবর্তন আনতে চায়। সমগ্র বিশ্ব যখন করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যস্ত ভারত তখন সেই সুযোগের অপব্যবহার করছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই টুইট বার্তায় কাশ্মীরে ভূমি অধিকার আইন পরিবর্তনে নয়াদিল্লি সরকারের ফ্যাসিস্ট নীতির নিন্দা করেছেন। মঙ্গলবার ভারত সরকার ঘোষণা করেছে: কাশ্মীরে ১৫ বছর ধরে বসবাসকারী যে কেউ তার বসবাসের ভূমির মালিক হতে পারবে।#
পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।