রমজানে তারাবিহসহ অন্যান্য ইবাদত বাসায় করার আহ্বান ভারতীয় আলেমদের
https://parstoday.ir/bn/news/india-i79301-রমজানে_তারাবিহসহ_অন্যান্য_ইবাদত_বাসায়_করার_আহ্বান_ভারতীয়_আলেমদের
ভারতের প্রখ্যাত আলেম ও ইসলামী সংস্থার পক্ষ থেকে আসন্ন রমজান মাসে তারাবিহ ও অন্যান্য ইবাদত বাসায় করার আহ্বান জানানো হয়েছে। করোনাভাইরাসজনিত লকডাউন পরিস্থিতিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে আগামীকাল (শুক্রবার) রমজানের চাঁদ দেখা গেলে শনিবার প্রথম রোজা অনুষ্ঠিত হবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ২৩, ২০২০ ১৩:৫২ Asia/Dhaka
  • মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারী
    মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারী

ভারতের প্রখ্যাত আলেম ও ইসলামী সংস্থার পক্ষ থেকে আসন্ন রমজান মাসে তারাবিহ ও অন্যান্য ইবাদত বাসায় করার আহ্বান জানানো হয়েছে। করোনাভাইরাসজনিত লকডাউন পরিস্থিতিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে আগামীকাল (শুক্রবার) রমজানের চাঁদ দেখা গেলে শনিবার প্রথম রোজা অনুষ্ঠিত হবে।

গতকাল (বুধবার) ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের ইমাম মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারী বলেছেন, ‘সরকারের নির্দেশনা অনুসরণ করে আমরা নিজের এবং আমাদের দেশকে বাঁচাতে পারি। সবাই সামাজিক/দৈহিক দূরত্ব পালন করুন। আপনার নিজ বাসায় তারাবিহ ও অন্যান্য নামাজ আদায় করুন।’

তিনি আরও বলেন, ‘যে সমস্ত লোকেরা করোনা রোগ থেকে মুক্ত হয়েছেন তারা অবশ্যই তাদের রক্ত (প্লাজমা) অন্য লোকদের দান করুন। এভাবে গোটা মানবতাকে বাঁচানো যেতে পারে।’

দিল্লির ফতেহপুরী শাহী মসজিদের ইমাম মুফতি মুকাররম আহমদ বলেন, গোটা  বিশ্ব আজ করোনাভাইরাসে সমস্যায় পড়েছে। সরকার এই ভাইরাস নির্মূলের জন্য লকডাউন করেছে। এমন পরিস্থিতিতে আমাদের সরকার ও চিকিৎসকদের কথা মেনে চলতে হবে। রমজানের সময় সকলেই নিজের বাসায় থেকে ইবাদত করুন। সেহরি ও ইফতারের সময় কোনোভাবেই বাইরে বেরোবেন না। এছাড়াও কোনও প্রতিবেশীকে নিজ বাসায় ডাকবেন না বা তাদের বাসাতেও যাবেন না। রমজানে প্রায়শই দেখা যায় যে কিছু লোক বাসায় একত্রিত হয়ে তারাবিহ পালন করে থাকেন। কিন্তু এবার তা করবেন না। আপনি নিজ বাসায় একা তারাবিহ পড়তে পারেন।’

মুফতি মুকাররম আহমদ আরও বলেন, ‘এবার ইফতার পার্টিও দেবেন না। যেকোনো মূল্যে সামাজিক দূরত্ব পালন করে আমরা আমাদের দেশ ও গোটা বিশ্বকে বাঁচাতে পারি।’

ভারতের একটি মসজিদ

এদিকে, রমজানে মানুষজন যাতে বাসার ছাদে জমায়েত না করে সেজন্য মুসলিম অধ্যুষিত বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে বলে গণমাধ্যমের একটি সূত্রে জানা গেছে। বিভিন্ন এলাকায় মাইকের সাহায্যে লকডাউন পরিস্থিতিতে একনাগাড়ে লোকদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হচ্ছে।

মধ্য প্রদেশের জামে মসজিদের ইমাম ক্বারী গুল মুহাম্মদ সবাইকে বাসায় নামাজ পড়ার আবেদন করেছেন।

‘ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া’ রমজানের জন্য একটি নির্দেশনা জারি করে বলেছে, লকডাউন অনুসরণ করুন এবং এই মহামারী থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করুন।

ভোপালের শহর কাজী সৈয়দ মুশতাক আলী লকডাউন পালন করে মুসলিমদের বাসায় নামাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আগামী ‘২৪ এপ্রিল থেকে মুবারক মাস শুরু হতে চলেছে। এটি সেই মাস যে মাসে পবিত্র গ্রন্থ কুরআন নাযিল হয়েছিল। এই মাসে আরও বেশি করে ইবাদত করা হয়। এসময় মানুষজন বেশিরভাগ সময় মসজিদে কাটায়। নামাজের পাশাপাশি মসজিদে প্রতিদিন তারাবিহ রয়েছে। কিন্তু, বর্তমানে সারা পৃথিবীতে করোনাভাইরাসের  মহামারী ছড়িয়ে পড়ায় সারা দেশে লকডাউন হয়েছে। সেজন্য রমজানের দিনগুলোতে মসজিদে যেয়ে করা সমস্ত ইবাদত বাসাতেই করুন।’

তিনি সাধারণ দিনের মতো, রমজানে সম্পূর্ণ লকডাউন অনুসরণ করাসহ সরকার ও প্রশাসনের তৈরি বিধি অনুসরণ করারও আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।