শারদোৎসব উপলক্ষে একটানা ৪ দিন বন্ধ থাকছে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য
ভারতের পশ্চিমবঙ্গে শারদোৎসব উপলক্ষে একটানা ৪ দিন বন্ধ থাকছে পেট্রাপোল-বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত বাণিজ্য। আজ (বৃহস্পতিবার) আমদানি-রফতানি হওয়ার পরেই বন্ধ হয়ে যাচ্ছে দুই দেশের মধ্যে বাণিজ্যের পণ্যবাহী ট্রাকের যাতায়াত। গতকাল (বুধবার) সন্ধ্যায় পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপুজো উপলক্ষে ২৩ অক্টোবর মহা সপ্তমী থেকে ২৬ অক্টোবর মহা দশমী পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকছে।
এদিকে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ৪ দিন বন্ধ থাকার জন্য আগেভাগে বেশি বেশি করে রফতানির পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরে পাঠানোর চেষ্টা করছেন আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা। এরফলে পেট্রাপোল সিডব্লিউসি পার্কিংয়ে অনেকটাই পণ্যবাহী ট্রাকের চাপ কমে গেছে। উৎসবের দিনগুলোতে নতুন করে বনগাঁ শহরের উপর দিয়ে আর বাণিজ্যের পণ্যবাহী ট্রাক সীমান্তের দিকে যাবে না।
অন্যদিকে, ঘোঁজাডাঙা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট এমপ্লয়িজ কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা জানান, শুক্রবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। শারদোৎসব উপলক্ষ্যে ২৪ অক্টোবর শনিবার থেকে ২৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। ২৮ অক্টোবর বুধবার থেকে পুনরায় দু’দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য স্বাভাবিক হবে#।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।