ভারতে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধের ডাক কৃষক নেতাদের
https://parstoday.ir/bn/news/india-i86910-ভারতে_নয়া_কৃষি_আইন_প্রত্যাহারের_দাবিতে_সড়ক_অবরোধের_ডাক_কৃষক_নেতাদের
ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আগামীকাল (শনিবার) দেশজুড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত কৃষকরা। আজ (শুক্রবার) বিভিন্ন কৃষক সংগঠন জানিয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বাদে তারা দেশের বাকি মহাসড়ক অবরোধ করবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ১৮:০৫ Asia/Dhaka
  • কৃষক নেতা রাকেশ টিকায়েত
    কৃষক নেতা রাকেশ টিকায়েত

ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আগামীকাল (শনিবার) দেশজুড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত কৃষকরা। আজ (শুক্রবার) বিভিন্ন কৃষক সংগঠন জানিয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বাদে তারা দেশের বাকি মহাসড়ক অবরোধ করবে।

আজ কৃষক নেতা দর্শনপাল সিংহ বলেন, ‘আমরা আগামীকাল দিল্লিতে কোনও সড়ক অবরোধ করছি না। আমরা দিল্লী সংলগ্ন সমস্ত সীমান্তে শান্তিপূর্ণভাবে ধর্না-অবস্থানে বসে থাকব। আমরা দিল্লি বাদে গোটা দেশে জাতীয় ও রাজ্য মহাসড়ক বন্ধ করে দেবো। বেলা ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত  সড়ক অবরোধ থাকবে।’

অন্যদিকে, কৃষক নেতা বলবীর সিং রাজেয়াল এবং রাকেশ টিকায়েতের একটি বৈঠক হয়েছে। রাকেশ টিকায়েত বলেন, আগামীকাল উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডেও কোনও সড়ক অবরোধ হবে না। কৃষক নেতা বলেন, ‘আমরা সিঙ্ঘু ও টিকরি সীমান্তে শান্তিপূর্ণভাবে ধর্না-অবস্থানে বসে থাকব। বেলা তিনটায় সড়ক অবরোধ কর্মসূচি শেষ হয়ে গেলে, আমরা এক সাথে এক মিনিটের জন্য আমাদের যানবাহনের হর্ন বাজাবো। ইন্টারনেট বন্ধের কারণে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সংযুক্ত কিষাণ ফ্রন্ট এখান থেকে সড়ক অবরোধ কর্মসূচির সমন্বয় করবে।’

দিল্লিতে কৃষক আন্দোলন (ফাইল ফটো)

এদিকে, আজ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় শিবসেনা নেতা সঞ্জয় রাউত কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, ‘আপনারা দেশদ্রোহের অভিযোগে ২০০ কৃষককে তিহার জেলে আটকে রেখেছেন। শতাধিক যুবক নিখোঁজ রয়েছে, পুলিশ কি তাদের এনকাউন্টার করেছে? এরা কি সবাই বিশ্বাসঘাতক?’

তিনি আরও বলেন, দু’মাসেরও বেশি সময় ধরে, কৃষকরা দিল্লির সীমান্তে জড়ো হয়ে আছেন। তাদের কথা আপনারা শুনছেন না, তাদের বিশ্বাসঘাতক বলা হচ্ছে! কৃষক আন্দোলন মোকাবিলা করতে পেরেক, লোহার দেওয়াল যা এখানে সীমান্তে স্থাপন করা হচ্ছে, এসব যদি লাদাখে চীন সীমান্তে স্থাপন করা হতো, তাহলে সীমান্তের মধ্যে চীন প্রবেশ করতে পারত না। কৃষকরা তাদের অধিকারের জন্য লড়াই করছে কিন্তু তাদের খালিস্তানি, দেশদ্রোহী বলা হচ্ছে, এটা কী ধরণের বিচার?’

দেশে এমন পরিবেশ তৈরি হয়েছে যে যারা সত্য কথা বলছে তাদের গাদ্দার এবং দেশদ্রোহী অভিহিত করা হচ্ছে বলেও শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।