জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা ফিরিয়ে আনার দাবি জানাল গুপকার ডিক্লারেশন
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ‘বিশেষ মর্যাদা’ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ছয় দলীয় যৌথ মঞ্চ ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’ (পিএজিডি)। সংগঠনের পক্ষ থেকে ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা পুনর্বহালের দাবি জানানো হয়।
গতকাল (মঙ্গলবার) ‘গুপকার’ নেতাদের এক বৈঠক শেষে সংগঠনের মুখপাত্র ও সিপিএম নেতা মুহাম্মাদ ইউসুফ তারিগামি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশেষ মর্যাদা ফিরে পাওয়া উপত্যকার মানুষের সাংবিধানিক অধিকার। আমরা বিশেষ মর্যাদা ফিরে পাওয়া ছাড়া অন্য কিছু চাচ্ছি না।’
তারিগামির অভিযোগ, কিছু মানুষ তাঁদের দাবিকে ‘দেশবিরোধী’ বলে অভিহিত করতে চাচ্ছে। জোর করে উপত্যকা থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়েছে। উপত্যকার অবমাননা চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও মন্তব্য করেছেন তারিগামি।
তাঁর ভাষায়, একনাগাড়ে অবমাননা চললে তা শুধু জম্মু-কাশ্মীরের জন্যই নয় দেশের পক্ষেও ভয়ঙ্কর হয়ে উঠবে। উপত্যকার নীরবতাকে সম্মতি বলে মনে করছে সরকার। কিন্তু আদৌ বিষয়টি তা নয়। জোর করে তাঁদের দমিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ গুপকার অ্যালায়েন্সের।
ওই সংবাদ সম্মেলনে ইউসুফ তারিগামির সঙ্গে ছিলেন, পিডিপি নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহ।
আওয়ামী ন্যাশনাল কনফারেন্সের সিনিয়র সহসভাপতি মুজাফফর শাহ বলেন, ৩৭০ ধারা পুনরুদ্ধার ছাড়াও তাঁরা ওই ইস্যুতে জনসংযোগ কর্মসূচি শুরু করবেন।
মাসখানেক আগেই ‘পিএজিডি’র প্রতিনিধিদের সঙ্গে দিল্লিতে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উপত্যকার নির্বাচন ও রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। কিন্তু আগে নির্বাচন, না আগে রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনা সেই বিষয়টি স্পষ্ট হয়নি।
২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর থেকেই উপত্যকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে ‘গুপকার’ নেতৃত্ব জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহর বাসভবনে বৈঠকে বসেন। ওই বৈঠকে মেহবুবা মুফতি, মুজাফফর শাহ, জাভেদ মুস্তাফা মীর, আবদুল রহমান বেরি, মুহাম্মাদ ইউসুফ তারিগামি ও অন্যরা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।