ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোজতাহেদ শাবেস্তারীর দাফন সম্পন্ন
না ফেরার দেশে চলে গেলেন ইরানের বিশিষ্ট আলেম ও বিশেষজ্ঞ পরিষদের সক্রিয় সদস্য আয়াতুল্লাহ মোজতাহেদ শাবেস্তারী।
আয়াতুল্লাহ মোজতাহেদ শাবেস্তারীর জানাজা কোম নগরীর হজরত মাসুমেহ (সালা.)এর পবিত্র মাজারে অগণিত ভক্ত, আলেম ও ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
আয়াতুল্লাহ মোজতাহেদ শাবেস্তারী ছিলেন পাহলভি শাসনের বিরুদ্ধে সংগ্রামের অন্যতম পথিকৃৎ এবং ইমাম খোমেনি (রহ.)এর পুরনো ছাত্র ও সহযোগীদের একজন। তিনি ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। মোজতাহেদ শাবেস্তারি ইরানের পূর্ব আজারবাইজান শহরে জন্মগ্রহণ করেন।
মরহুমের জানাজার নামাজ আয়াতুল্লাহ উল উজমা হোসেইন নুরি হামেদানি পড়েন এবং মরহুমকে মাসুমেহ (সালা.)-এর মাজারের কাছে সমাহিত করা হয়।#
পার্সটুডে/আবুসাঈদ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।