রেডিও তেহরান শেয়ারার পুরস্কার-২০২১ বিজয়ীদের নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i102060-রেডিও_তেহরান_শেয়ারার_পুরস্কার_২০২১_বিজয়ীদের_নাম_ঘোষণা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেডিও তেহরানের লাইভ স্ট্রিমিং ও পার্সটুডে ডটকমের সংবাদ/অনুষ্ঠানের লিংক শেয়ারকারী শীর্ষ পাঁচজনের নাম ঘোষণা করা  হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ০৩, ২০২২ ১৯:২৩ Asia/Dhaka
  • রেডিও তেহরান শেয়ারার পুরস্কার-২০২১ বিজয়ীদের নাম ঘোষণা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেডিও তেহরানের লাইভ স্ট্রিমিং ও পার্সটুডে ডটকমের সংবাদ/অনুষ্ঠানের লিংক শেয়ারকারী শীর্ষ পাঁচজনের নাম ঘোষণা করা  হয়েছে।

২০২১ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তিনজনকে বিজয়ী করার কথা থাকলেও অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হওয়ায় পাঁচজনকে বিজয়ী করা হল। বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বিজয়ীরা হলেন:

ক্রমিক

নাম

ঠিকানা

শেয়ারের সংখ্যা

ফলাফল

০১

মোঃ সাগর মিয়া

কিশোরগঞ্জ, বাংলাদেশ

২,৫১৭

প্রথম  

০২

বিধান চন্দ্র সান্যাল

পশ্চিমবঙ্গ, ভারত

১,৪০২

 দ্বিতীয় 

০৩

আতাউর রহমান রঞ্জু

রংপুর, বাংলাদেশ।

৫৪২

তৃতীয়  

০৪

মো. নজরুল ইসলাম

ঝিনাইদহ, বাংলাদেশ

৩৩২ 

চতুর্থ 

০৫

নূর আলম

যশোর বাংলাদেশ।

২৪৮ 

পঞ্চম 

উল্লেখ্য, স্ট্রিমিং ও লিংক শেয়ারের সংখ্যায় কিছুটা হেরফের হতে পারে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।