'শত্রুরা সম্পূর্ণ পরাজিত, কোথাও তারা এখন নিরাপদ নয়'
https://parstoday.ir/bn/news/iran-i102322-'শত্রুরা_সম্পূর্ণ_পরাজিত_কোথাও_তারা_এখন_নিরাপদ_নয়'
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তাদের জন্য এখন আর কোনো ভূখণ্ড নিরাপদ নয়। একইসঙ্গে তারা অসহায়, ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১০, ২০২২ ১৬:৩৮ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন জেনারেল সালামি
    বক্তব্য রাখছেন জেনারেল সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তাদের জন্য এখন আর কোনো ভূখণ্ড নিরাপদ নয়। একইসঙ্গে তারা অসহায়, ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছে।

গতকাল (রোববার) সন্ধ্যায় রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “আজকে আমরাই বিজয়ী এবং ময়দানের বাস্তবতা তাই বলছে। আজকে মুসলমানদের তলোয়ার শত্রুর বিরুদ্ধে কোষমুক্ত হয়েছে, ফলে তাদের জন্য কোথাও আর নিরাপদ জায়গা নেই।”

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ হয়ে যায় ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদ

জেনারেল সালামি বলেন, জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল “আমেরিকার মুখে থাপ্পড়” এবং বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে নিজেই তা দেখেছে।

আইআরজিসি’র শীর্ষ কমান্ডার বলেন, “জেনারেল সোলাইমানির মতো কোনো নিরস্ত্র কমান্ডারকে আমরা হত্যা করি নি।” তিনি জোর দিয়ে বলেন, জেনারেল সোলাইমানি হত্যার ক্ষেত্রে ইরান এখনো পুরপোরি প্রতিশোধ নেয় নি, আরো বাকি আছে।#

পার্সটুডে/এসআইবি/১০