ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করলেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i103178-ইমাম_খোমেনী_(রহ.)'র_মাজার_জিয়ারত_করলেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামী বিপ্লবের বার্ষিকীকে সামনে রেখে আজ (সোমবার) ভোরে বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ৩১, ২০২২ ১৪:৫৭ Asia/Dhaka
  • ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামী বিপ্লবের বার্ষিকীকে সামনে রেখে আজ (সোমবার) ভোরে বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

মাজার জিয়ারতের পাশাপাশি সেখানে তিনি নফল নামাজ আদায় করেন। মরহুম ইমাম খোমেনীর মাজার জিয়ারত শেষে ইরানের সর্বোচ্চ নেতা পার্শ্ববর্তী বেহেশতি জাহরা কবরস্থান পরিদর্শন করেন। ইসলামি বিপ্লবের পর থেকে এ পর্যন্ত যে সমস্ত ইরানি নাগরিক শহীদ হয়েছেন তাদের অনেককে সেখানে দাফন করা হয়েছে; এসব শহীদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।

তিনি ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী রাজায়ি, সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ বহোনার, বিচার বিভাগের সাবেক প্রধান মোহাম্মাদ বেহেশতির মাজারে যান এবং দোয়া করেন। তাঁরা বিপ্লবের পর সন্ত্রাসী হামলায় শহীদ হন।

ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার বার্ষিকী উপলক্ষে আগামীকাল থেকে ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে। বিপ্লব চূড়ান্তভাবে সফল হওয়ার আগের গুরুত্বপূর্ণ এই দশ দিন আলোকোজ্জ্বল ১০ প্রভাত নামে পরিচিত।

ইসলামি বিপ্লবের উত্তাল দিনগুলোতে ১৯৭৯ সালের পহেলা ফেব্রুয়ারি ইমাম খোমেনী (রহ.) ফ্রান্স থেকে একটি বিমানে করে তেহরান ফিরে আসেন। তাঁর এ ফিরে আসার মধ্যদিয়ে রাজতান্ত্রিক পাহলভি শাসনের অবসান নিশ্চিত হয়।

দেশে ফিরে ইমাম খোমেনী বেহেশতি জাহরায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে প্রথম ভাষণ দিয়েছিলেন। ফ্রান্সে নির্বাসিত হওয়ার আগে ইমাম খোমেনী ইরাক এবং ফ্রান্সে ১৫ বছর নির্বাসিত জীবনযাপন করেন।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।