সৌদিতে ৮১ জনের মৃত্যুদণ্ডের প্রতিবাদে ইরানে বিক্ষোভ
(last modified Mon, 14 Mar 2022 11:16:34 GMT )
মার্চ ১৪, ২০২২ ১৭:১৬ Asia/Dhaka
  • সৌদিতে ৮১ জনের মৃত্যুদণ্ডের প্রতিবাদে ইরানে বিক্ষোভ
    সৌদিতে ৮১ জনের মৃত্যুদণ্ডের প্রতিবাদে ইরানে বিক্ষোভ

সৌদি আরবে একদিনে ৮১ জন মুসলমানের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ইরানের কোম শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে এক দিনে ৮১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের পর দেশটির সাথে আলোচনা বাতিল করেছে ইরান। সৌদি সরকার শনিবার একদিনে ৮১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিবজাদে এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ন্যুনতম নীতিমালার পরিপন্থি বলে বর্ণনা করেন।তিনি এ ঘটনাকে বিচার বিভাগের স্বাভাবিক কার্যকলাপের অপব্যবহার বলেও উল্লেখ করেন। 
সাঈদ খাতিবজাদে বলেছেন, গণহারে মৃত্যুদণ্ড দিয়ে এবং লাগামহীন সহিংস আচরণ করে সৌদি আরব নিজের তৈরি সংকটের সমাধান করতে পারবে না। তিনি আরো বলেছেন, সৌদি জনগণের বিরুদ্ধে চালানো দমন অভিযান ও রাজনৈতিক অসহিষ্ণু আচরণকে ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করার মতো প্রচলিত বিচারিক পরিভাষা ব্যবহার করে চালিয়ে দেয়া যাবে না।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।