নিজের অবস্থান থেকে সরে আসবে না ইরান: প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i109738-নিজের_অবস্থান_থেকে_সরে_আসবে_না_ইরান_প্রেসিডেন্ট_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা থেকে সরে আসবে না। তবে আলোচনা ফলপ্রসূ করার জন্য অন্য পক্ষগুলোকে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসতে হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৬, ২০২২ ০৭:৪৭ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রায়িসির সাক্ষাৎকার সরাসরি টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়
    প্রেসিডেন্ট রায়িসির সাক্ষাৎকার সরাসরি টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা থেকে সরে আসবে না। তবে আলোচনা ফলপ্রসূ করার জন্য অন্য পক্ষগুলোকে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসতে হবে।

তিনি শনিবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানান। সাক্ষাৎকারে তিনি বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ইস্যুতে কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে যখন তেহরান সফর করছিলেন তখন রায়িসির সাক্ষাৎকার প্রচারিত হয়।

বোরেলের তেহরান সফর সম্পর্কে রায়িসি বলেন, আমেরিকা ও ইউরোপকে অবিলম্বে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ২০১৫ সালের পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

বোরেলের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক প্রায় চার ঘণ্টা স্থায়ী হয়

ইরানের প্রেসিডেন্ট বলেন, বোরেলের তেহরান সফরে ভিয়েনা সংলাপ নিয়ে আলোচনা হয়েছে। সংলাপ বন্ধ করার কোনো ইচ্ছে আমাদের নেই তবে আমরা নিজেদের অবস্থান থেকেও সরে আসব না। তিনি জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবেরের তত্ত্বাবধানে একটি হেডকোয়ার্টার স্থাপন করা হয়েছে।

ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সবগুলো দেশ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছার কাছাকাছি থাকলেও কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আমেরিকা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে না পারার কারণ ওই সংলাপ  গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে। সংলাপ আবার চালু করার জন্য বোরেল শনিবার তেহরান সফরে আসেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় লিখেছেন, বোরেলের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিশেষ করে ভিয়েনা সংলাপ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।