মাজারে বন্দুক হামলার পর
এবার শিরাজ শহরে বোমা হামলা ঠেকাল ইরানের নিরাপত্তা বাহিনী
ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিরাজ শহরে এক শক্তিশালী বোমা হামলা প্রতিহত করেছে। ওই নগরীর একটি মাজারে এক বন্দুকধারীর হামলার দুদিনের মাথায় এ ঘটনা ঘটল।
শিরাজের গর্ভনর লুৎফুল্লাহ শেইবানি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এ ঘটনার বিস্তারিত তুলে ধেরন। তিনি বলেন, শিরাজ শহরের একটি জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণ ঘটানোর জন্য এক ব্যক্তি বিস্ফোরকভর্তি একটি ব্যাগ বহন করছিল।কিন্তু এটির বিস্ফোরণের আগেই শুক্রবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা শিরাজের মোয়ালি আবাব সড়ক থেকে তাকে বিস্ফারকভর্তি ব্যাগসহ আটক করে।
গভর্নর বলেন, বোমাটি বিস্ফোরিত হলে বহু মানুষ হতাহত হতে পারত। তিনি বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার তার পরিচয় পরে প্রকাশ করা হবে।
মাহসা আমিনির দুঃখজনক মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি ইরানের যেসব স্থানে সহিংসতা হয় শিরাজের মোয়ালি আবাদ সড়ক সেগুলোর অন্যতম।
এর আগে গত বুধবার সন্ধ্যায় শিরাজের শাহ চেরাগ মাজারে এক বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে দুই শিশু ও এক নারীসহ ১৫ জন নিহত ও ৪০ জন আহত হন। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস (দায়েশ) ওই হামলার দায় স্বীকার করেছে।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।