ইরানের ইজে শহরের সন্ত্রাসী হামলায় নিহতদের জানাযা ও দাফন অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/iran-i116058-ইরানের_ইজে_শহরের_সন্ত্রাসী_হামলায়_নিহতদের_জানাযা_ও_দাফন_অনুষ্ঠিত
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের ‘ইজে’ শহরে আজ (শুক্রবার) গতকালের সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের গণ জানাযা ও দাফন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইরানের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে দাফন কাজ সম্পন্ন হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৮, ২০২২ ১৮:১৯ Asia/Dhaka

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের ‘ইজে’ শহরে আজ (শুক্রবার) গতকালের সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের গণ জানাযা ও দাফন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইরানের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে দাফন কাজ সম্পন্ন হয়।

ইজে শহরের কেন্দ্রস্থলে গতকাল (বৃহস্পতিবার) দু’জন বন্দুকধারী সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। খুজিস্তান প্রদেশের নিরাপত্তা কর্মকর্তারা জানান, মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী পথচারী সাধারণ মানুষ ও পুলিশকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়।  হামলায় এক নারী ও এক শিশুসহ সাতজন নিহত ও অপর ১০ জন আহত হয়।

খুজিস্তান প্রদেশের বিচার বিভাগের প্রধান আলী দেহকানি বলেছেন, গতকালের হামলায় জড়িত থাকার দায়ে অন্তত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া এই পাশবিক হত্যাকাণ্ডে জড়িত সম্ভাব্য ব্যক্তিদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

ইরানের শিরাজ শহরের শাহ চেরাগ মাজারে এক সন্ত্রাসী হামলায় এক নারী ও দুই শিশুসহ ১৫ ব্যক্তি নিহত হওয়ার মাত্র তিন সপ্তাহ পর ইজে শহরে একই ধরনের হামলা হলো।

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস গতকালের হামলার পরপর এর দায় স্বীকার করে তাদের টেলিগ্রাম চ্যানেলে বিবৃতি দিয়েছে। ইরানি কর্মকর্তারা বলেছেন, তারা এ হামলায় জড়িতদের উপযুক্ত শিক্ষা দেবেন।#

পার্সটুডে/এমএমআই/এআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।