'ম্যাক্রনের উচিত ছিল ইসরাইলের পরমাণু অস্ত্রের বিরুদ্ধে কথা বলা'
https://parstoday.ir/bn/news/iran-i119240-'ম্যাক্রনের_উচিত_ছিল_ইসরাইলের_পরমাণু_অস্ত্রের_বিরুদ্ধে_কথা_বলা'
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান। ম্যাক্রনের মন্তব্যকে অগঠনমূলক বলে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ১০:০৬ Asia/Dhaka
  • নেতানিয়াহু ও ম্যাক্রন
    নেতানিয়াহু ও ম্যাক্রন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান। ম্যাক্রনের মন্তব্যকে অগঠনমূলক বলে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল (শুক্রবার) ফ্রান্সে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ম্যাক্রন বলেন, পরমাণু কর্মকাণ্ডের জন্য ইরানকে অবধারিতভাবে পরিণতি ভোগ করতে হবে। তিনি আরো বলেছেন, ইরানকে কোনভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না।

ফরাসি প্রেসিডেন্টের এ বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তেহরানে্র শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক নজরদারি ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে এবং এখানে বাহুল্য কোনো উদ্বেগের প্রয়োজন নেই। এর বিপরীতে ফরাসি প্রেসিডেন্টের উচিত ছিল ইসরাইলের সন্ত্রাসবাদ এবং গোপনে কীভাবে পরমাণু অস্ত্র অর্জন করেছে তা নিয়ে কথা বলা। নাসের কানয়ানি বলেন, ইহুদিবাদী ইসরাইলের হাতে বহুসংখ্যক পরমাণু ওয়ারহেড রয়েছে, তা মনে হয় ফরাসি প্রেসিডেন্ট ভুলে গেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর সঙ্গে ম্যাক্রনের বৈঠ ক করাটাই নিন্দারযোগ্য বিষয় কারণ ইসরাইল এবং নেতানিয়াহু হচ্ছেন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। তারাই মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিনে সহিংসতা, গণহত্যা এবং সাধারণ বেসামরিক লোকজনকে বাস্তুচ্যুত করার অহরহ ঘটনার জন্ম দিয়েছেন।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র আরো বলেন, ইসরাইল হচ্ছে সেই শক্তি যারা দখলদারিত্ব এবং অসংখ্য সামরিক আগ্রাসন পরিচালনা করেছে। ইসরাইলই হচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎস#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।