আল-মানার টিভিকে সাক্ষাৎকার দিলেন আলী বাকেরি কানি
সাম্প্রতিক দাঙ্গাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে পাশ্চাত্য
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, পশ্চিমা দেশগুলো ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনায় সাম্প্রতিক বিদেশি-মদদপুষ্ট দাঙ্গাকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে।
পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান পরমাণু আলোচক বাকেরি কানি লেবাননের আরবি-ভাষার টিভি চ্যানেল আল-মানারকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের সাম্প্রতিক সহিংসতার ব্যাপারে পাশ্চাত্য হিসাবে ভুল করেছে।
তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির ব্যাপারে পশ্চিমা দেশগুলো হিসাবে ভুল করেছে। কিন্তু তারা যখন সম্বিৎ ফিরে পেয়েছে তখন তারা অসহায় হয়ে পড়েছে এবং আলোচনার টেবিলে ব্যবহার করার জন্য এখন তাদের হাতে কোনো হাতিয়ার নেই।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাশ্চাত্য ইরানের সঙ্গে আলোচনায় যে নানা ধরনের অস্ত্র ব্যবহার করে তাতে কোনো সন্দেহ নেই। ইরানের সাম্প্রতিক সহিংসতাকে তারা বড় ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি কারণ দাঙ্গাকারীরা ঘরে ফিরে গেছে।
সাক্ষাৎকারের অন্য অংশে আলী বাকেরি কানি বলেন, পরমাণু আলোচনার দু’পক্ষ এখন কূটনৈতিক চ্যানেলে পরস্পরের সঙ্গে বার্তা বিনিময় করছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ২০২১ সালের গোড়ার দিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করে এই সমঝোতায় প্রত্যাবর্তনের আগ্রহ প্রকাশ করেন। ওই বছরেরই এপ্রিলে সমঝোতাটি আবার কার্যকর করার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে আলোচনা শুরু করে পশ্চিমা দেশগুলো। কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে সে আলোচনা চললেও শেষ পর্যন্ত চূড়ান্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।আলোচনাটি বাতিল করা হয়নি বরং বর্তমানে তা স্থগিত রয়েছে।#
পার্সটুডে/এমএমআই/এনএম/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।