ইরান ও চীনের মধ্যে ২০ সমঝোতা ও সহযোগিতা স্মারক সই
(last modified Tue, 14 Feb 2023 12:51:29 GMT )
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৮:৫১ Asia/Dhaka
  • ইরান ও চীনের মধ্যে ২০ সমঝোতা ও সহযোগিতা স্মারক সই

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের মধ্যে ২০টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়েছে। বেইজিংয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং'র উপস্থিতিতে এসব স্মারক সই হয়।

যেসব বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়েছে তার মধ্যে রয়েছে দুর্যোগ ও সংকট মোকাবেলা ও ব্যবস্থাপনা, পর্যটন, আইসিটি, পরিবেশ, আন্তর্জাতিক বাণিজ্য, কপিরাইট, কৃষি, রপ্তানি, স্বাস্থ্য-চিকিৎসা, গণমাধ্যম, ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য।

ইরান ও চীনের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে আজ (মঙ্গলবার) ভোররাতে সেদেশ সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট। বেইজিং বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী।

এর কয়েক ঘণ্টা পর চীনের কংগ্রেসে প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং ইরানি প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া, তার সম্মানে ২১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রায় ২০ বছর পর ইরানের কোনো প্রেসিডেন্টে চীন সফর করছেন।

চীন সফরে যাবার আগে গতকাল নিজের কর্মসূচি সম্পর্কে অবহিত করতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট রায়িসি। #    

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ