যেকোনো ধরনের সন্ত্রাসবাদের জন্য আমেরিকা দায়ী: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i124816-যেকোনো_ধরনের_সন্ত্রাসবাদের_জন্য_আমেরিকা_দায়ী_ইরান
ইরানের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা কাজেম গরিবাবাদি বলেছেন, আমেরিকা বহু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে বলে বিশ্বের যেকোনো স্থানে যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার জন্য ‘সরাসরি’ আমেরিকাকে দায়ী করা যায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৬, ২০২৩ ১৫:১৫ Asia/Dhaka
  • কাজেম গরিবাবাদি
    কাজেম গরিবাবাদি

ইরানের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা কাজেম গরিবাবাদি বলেছেন, আমেরিকা বহু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে বলে বিশ্বের যেকোনো স্থানে যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার জন্য ‘সরাসরি’ আমেরিকাকে দায়ী করা যায়।

তিনি আরো বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে এমন সময় দলিল রয়েছে যা দিয়ে প্রমাণ করা যাবে, মার্কিন সরকার শুধু ইরানের ভেতরেই সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেনি বরং বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলো তৈরির পেছনে ওয়াশিংটনের হাত রয়েছে।

ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের সচিব গরিবাবাদি রোববার তেহরানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন। তিনি বলেন, আল-কায়েদা, আইএস এবং আন-নুসরার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো সরাসরি আমেরিকার তৈরি। কাজেই এসব গোষ্ঠী যত সন্ত্রাসী হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার সবগুলোর দায় ওয়াশিংটনের।

গরিবাবাদি বলেন, ইসলামি বিপ্লব হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন অংশকে এদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার লক্ষ্যে আমেরিকাসহ তার পশ্চিমা মিত্ররা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে। তিনি জানান, এরকম একটি সন্ত্রাসী গোষ্ঠীর নাম মুজাহেদিনে খালক বা এমকেও যার হাতে অন্তত ১৭,০০০ ইরানি নাগরিক নিহত হয়েছে।

ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় দেয়ার সময় তেহরান পশ্চিমাদের এই বলে সতর্ক করেছিল যে, এমকেও তাদের প্রতিও নির্দয় আচরণ করতে দ্বিধা করবে না। গরিবাবাদি বলেন, “আমরা সম্প্রতি ফ্রান্স এবং আলবেনিয়ার ঘটনাবলী প্রত্যক্ষ করেছি যারা এমকেওর সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছিল। এই দুই দেশ শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এ ধরনের গোষ্ঠীগুলো মৌলিকভাবে সন্ত্রাসী এবং তারা তাদের আশ্রয়দাতা দেশকেও হুমকিগ্রস্ত করে।”#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।