মুসলমানেরা কুরআন অবমাননা সহ্য করবে না: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i124978-মুসলমানেরা_কুরআন_অবমাননা_সহ্য_করবে_না_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পবিত্র কুরআন অবমাননার অর্থ হচ্ছে গোটা মানবতা ও ইসলামি মূল্যবোধের অবমাননা। মুসলিম বিশ্ব এটা মেনে নেবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ৩০, ২০২৩ ২২:১৭ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পবিত্র কুরআন অবমাননার অর্থ হচ্ছে গোটা মানবতা ও ইসলামি মূল্যবোধের অবমাননা। মুসলিম বিশ্ব এটা মেনে নেবে না।

তিনি আজ ইরানের রাফসানজান শহরে জুমার নামাজে অংশ নিয়ে এ কথা বলেন। প্রেসিডেন্ট আরও বলেন, শুধু মুসলমান নয়, যারাই ঐশী ধর্ম মানেন তারাই কুরআন অবমাননার ঘটনায় কষ্ট পেয়েছেন। কুরআন অবমাননার মাধ্যমে গোটা মানবতাকেই অপমান করা হয়েছে।  

রায়িসি বলেন, বিশ্বের সব প্রান্তের মুসলমানেরাই এই অন্যায় কাজের প্রতিবাদ জানাচ্ছেন।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো বাক ও চিন্তার স্বাধীনতার কথা বলে এ ধরণের কাজ করছে। আসলে তাদের এসব অপকর্ম থেকে এটা স্পষ্ট যে, তারা মানুষের স্বাধীনতার বিরোধী। তারা বাক ও চিন্তার স্বাধীনতার যে শ্লোগান দিচ্ছে তা মিথ্যাচার।

ইরানের প্রেসিডেন্ট আজ দক্ষিণ ইরান সফর করছেন। সেখানেই তিনি জুমার নামাজ পড়েন এবং সেখানে কুরআন অবমাননার বিষয়ে প্রতিক্রিয়া জানান।#

পার্সটুডে/এসএ/ ৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।