সুইডেনে কুরআন অবমাননার বিরুদ্ধে ইরানজুড়ে বিক্ষোভ
সুইডিশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, জাতিসংঘ মহাসচিবকে চিঠি
সুইডেনে পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানিয়ে সমগ্র ইরানে আজ জুমার নামাজ শেষে মুসল্লিরা প্রতিবাদ মিছিল করেছে। মিছিলকারীরা পবিত্র কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।
বিক্ষোভকারীরা ইরানের কূটনীতিক বিভাগের প্রতি দাবী জানায় তারা যেন মুসলিম দেশগুলোর সহায়তায় সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা করে। গত ২৮ জুন স্টকহোমে যে লোকটি পবিত্র কোরআন অবমাননা করেছিল, সালওয়ান মোমিকা নামের সেই চরমপন্থী গতকাল দ্বিতীয়বারের মতো সুইডিশ পুলিশের অনুমতি নিয়ে পবিত্র কোরআন অবমাননা করে।
তারই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কোরআন অবমাননার বিরুদ্ধে ইরানের প্রতিবাদের বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সুইডেনে পবিত্র কোরআনের অবমাননার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি লিখেছে। ওই চিঠিতে কোরআন অবমাননার মতো উসকানিমূলক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এ ধরনের ঘটনার বিস্তার ও ধারাবাহিকতার বিপজ্জনক পরিণতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে আমির আব্দুল্লাহিয়ানের লেখা ওই চিঠিতে।#
পার্সটুডে/এনএম/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।