ওআইসির জরুরি বৈঠকের আহ্বান জানালো ইরান
https://parstoday.ir/bn/news/iran-i125862-ওআইসির_জরুরি_বৈঠকের_আহ্বান_জানালো_ইরান
সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বিষয়টি আলোচনা করার জন্য ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২২, ২০২৩ ১৮:৫১ Asia/Dhaka
  • ওআইসি মহাসচিব হেসেইন ইব্রাহিম তাহা (বাঁয়ে)
    ওআইসি মহাসচিব হেসেইন ইব্রাহিম তাহা (বাঁয়ে)

সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বিষয়টি আলোচনা করার জন্য ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।

সুইডেনে আশ্রয় নেয়া এক উগ্রবাদী ইরাকি নাগরিক পুলিশের অনুমতি নিয়ে গত বৃহস্পতিবার স্টকহোমে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করে।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ওআইসি মহাসচিব হেসেইন ইব্রাহিম তাহা'র সঙ্গে টেলিফোন আলাপে জরুরি বৈঠকের এই আহ্বান জানান।গত এক মাসের মধ্যে সুইডেনে এই নিয়ে দ্বিতীয়বারের মতো পবিত্র কুরআনে আগুন দেয়ার মত ঘৃণ্য ঘটনা ঘটলো।

ওআইসি মহাসচিবের সাথে টেলিফোন আলাপে হোসেইন আমির আব্দুল্লাহিয়ান পবিত্র কুরআনের অবমাননার বিষয়ে মতবিনিময় করার পাশাপাশি এ বিষয় নিয়ে আলোচনার জন্য ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকের আহ্বান জানান।

তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই বৈঠক অনুষ্ঠানের ব্যবস্থা করা দরকার। তিনি আরো বলেন, সুইডেন সরকার যদি কুরআন পোড়ানোর জন্য দোষী ব্যক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে সুইডিশ সরকারকে নিশ্চিত এবং ঐক্যবদ্ধ জবাব দিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।