ককেশাস অঞ্চলে ভূ-রাজনৈতিক পরিবর্তনের বিরোধী ইরান: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i125968-ককেশাস_অঞ্চলে_ভূ_রাজনৈতিক_পরিবর্তনের_বিরোধী_ইরান_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ সব আঞ্চলিক দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতায় বিশ্বাসী এবং ককেশাস অঞ্চলে যেকোনো ধরনের ভূ-রাজনৈতিক পরিবর্তনের বিরোধী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০২৩ ০৯:১৭ Asia/Dhaka
  • ইরান সফররত আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরাফাত মির্জোয়িয়ান গতকাল (সোমবার) তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেন।
    ইরান সফররত আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরাফাত মির্জোয়িয়ান গতকাল (সোমবার) তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেন।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ সব আঞ্চলিক দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতায় বিশ্বাসী এবং ককেশাস অঞ্চলে যেকোনো ধরনের ভূ-রাজনৈতিক পরিবর্তনের বিরোধী।

ইরান সফররত আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরাফাত মির্জোয়িয়ান গতকাল (সোমবার) তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।ইরানের প্রেসিডেন্ট বলেন, যেকোনো আঞ্চলিক সমস্যার সমাধান এ অঞ্চলের দেশগুলোর মাধ্যমে হতে হবে; কোনো বহিঃশক্তির মাধ্যমে নয়।

রায়িসি বলেন, আঞ্চলিক ইস্যুগুলোতে যেকোনো বিদেশি হস্তক্ষেপ সমস্যাকে জটিল করা ছাড়া আর কোনো ফল বয়ে আনবে না। সীমান্তবর্তী নাগরনো-কারাবাখ নিয়ে বিরোধ মীমাংসায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার শান্তি আলোচনার প্রতি ইরানের সমর্থন ঘোষণা করে তিনি বলেন, এ আলোচনার মাধ্যমে ককেশাস অঞ্চলে যত দ্রুত সম্ভব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে তেহরান আশা করছে।

বৈঠকে আর্মেনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে রায়িসি বলেন, কোনো প্রতিবন্ধকতাই ইরান-আর্মেনিয়া সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

এ সময় আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ককেশাস অঞ্চলের ঘটনাপ্রবাহের ব্যাপারে ইরানের নীতি-অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। মির্জোয়িয়ান বলেন, তার দেশকে কখনও ইরানবিরোধী তৎপরতার ক্ষেত্রে হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না। তিনি ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।