আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করুন: তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i126878-আফগানিস্তানে_অন্তর্ভুক্তিমূলক_সরকার_গঠন_করুন_তেহরান
তালেবানের ক্ষমতা গ্রহণের দ্বিতীয় বার্ষিকীতে আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের দাবি পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৬, ২০২৩ ১০:২৩ Asia/Dhaka
  • আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করুন: তেহরান

তালেবানের ক্ষমতা গ্রহণের দ্বিতীয় বার্ষিকীতে আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের দাবি পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

তিনি গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি তারিক আলী বাখিতের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে এবং দেশটির উন্নয়নে ইরান নিরসলভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আফগানিস্তানকে যদি চলমান কঠিন অবস্থা থেকে বের হতে হয় তাহলে দেশটিতে সকল জাতি-গোষ্ঠী ও মাজহাবের অংশগ্রহণে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠন করতে হবে।

২০২১ সালের আগস্ট মাসে তালেবান অত্যন্ত ক্ষিপ্রগতিতে সারাদেশের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তারা ১৪ আগস্ট রাজধানী কাবুলের দোড়গোড়ায় পৌঁছে যায় এবং ১৫ আগস্ট আশরাফ গনির নেতৃত্বাধীন তৎকালীন আফগান সরকারের পতন ঘটে। আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো কয়েক দিনের মধ্যে আফগানিস্তান থেকে তাদের পাততাড়ি গুটিয়ে নিতে বাধ্য হয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় কোনো আফগান নাগরিক জড়িত না থাকা সত্ত্বেও ওই বছরের অক্টোবর মাসে আমেরিকা আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে তালেবান সরকারকে উৎখাত করে। প্রায় ২০ বছরের মার্কিন দখলদারিত্বের সময় আফগানিস্তানের লাখ লাখ নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটে। শেষ পর্যন্ত দুই দশকের হত্যালীলা ও ধ্বংসযজ্ঞ শেষে আমেরিকা সেই তালেবানের হাতে ক্ষমতা হস্তান্তর করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।