ইসরাইল ভেতর-বাহির থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন: জেনারেল কায়ানি
https://parstoday.ir/bn/news/iran-i127048-ইসরাইল_ভেতর_বাহির_থেকে_কঠিন_পরিস্থিতির_সম্মুখীন_জেনারেল_কায়ানি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান ইসমাইল কায়ানি বলেছেন, দখলদার ইসরাইলের পতন ঘটছে। তারা ভেতর-বাহির থেকে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। পশ্চিম তীর এলাকায় প্রতিরোধ সংগ্রামীরা প্রতিদিন গড়ে ১৫ থেকে ৩০টি হামলা চালাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৯, ২০২৩ ২১:২৯ Asia/Dhaka
  • ইসমাইল কায়ানি
    ইসমাইল কায়ানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান ইসমাইল কায়ানি বলেছেন, দখলদার ইসরাইলের পতন ঘটছে। তারা ভেতর-বাহির থেকে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। পশ্চিম তীর এলাকায় প্রতিরোধ সংগ্রামীরা প্রতিদিন গড়ে ১৫ থেকে ৩০টি হামলা চালাচ্ছে।

তিনি আইআরজিসি'র কমান্ডারদের এক সমাবেশে এসব কথা বলেন।

কায়ানি আরও বলেন, যারা মজলুম মানুষদের কথা ভাবে তারা আধ্যাত্মিকতার শিখরে অবস্থান করে। আইআরজিসি এ ধরণের বৈশিষ্ট্যের অধিকারী।

এ সময় তিনি কুদস ফোর্সের সাবেক প্রধান শহীদ কাসেম সোলাইমানির কথা স্মরণ করে বলেন, শহীদ সোলাইমানি দেশের বাইরেও মানবীয় আচরণের আদর্শে পরিণত হয়েছেন।

ইরাকে সাত ট্রিলিয়ন ডলার খরচ করেও আমেরিকা অপমান ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি বলে জানান জেনারেল কায়ানি।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।