মুসলিম ঐক্য জোরদার করতে হবে: খতিব
https://parstoday.ir/bn/news/iran-i128740
ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব ও প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি মুসলমানদের মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১৯:০১ Asia/Dhaka
  • কাজেম সিদ্দিকি
    কাজেম সিদ্দিকি

ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব ও প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি মুসলমানদের মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় আরও বলেছেন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মিলে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে পবিত্র কুরআন হাতে নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি পবিত্র কুরআনকে আলোর ঝাণ্ডা হিসেবে সবার সামনে তুলে ধরেছেন।

হুজ্জাতুল ইসলাম সিদ্দিকি নূর-৩ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণের প্রতি ইঙ্গিত করে বলেন, এই অর্জন ইরানের সাফল্যের খাতায় আরো একটি সোনালী পাতা যুক্ত করেছে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।