নব্য জাহিলিয়াতের জন্ম দিচ্ছে পশ্চিমারা: ইরানি প্রেসিডেন্ট
(last modified Mon, 02 Oct 2023 12:03:24 GMT )
অক্টোবর ০২, ২০২৩ ১৮:০৩ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পশ্চিমা দেশগুলো এখন নারী অধিকার ইস্যুকে স্বাধীনচেতা দেশগুলোর ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি আজ (সোমবার) গণমাধ্যম বিষয়ক অনুষ্ঠানে এ কথা বলেন।

রায়িসি আরও বলেন, আসলে কিন্তু পশ্চিমারা নারী অধিকার তথা মানবাধিকারের রক্ষক নয়। এর প্রমাণ হলো পশ্চিমা দেশগুলোতেই ব্যাপকভাবে মানবাধিকার ও নারী অধিকার লঙ্ঘন করা হচ্ছে। অন্যান্য দেশেও তারাই মানবাধিকার লঙ্ঘন করছে।  

রায়িসি বলেন, পশ্চিমারা ৭০ বছর ধরে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আফগানিস্তানে তারা ২০ বছর ছিল। সেই ইতিহাসও হত্যা ও ধ্বংসে ভরপুর।

পশ্চিমারা নিজেদের মিডিয়া সাম্রাজ্যকে ব্যবহার করে সত্যকে বিকৃতভাবে তুলে ধরছে বলে মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, পাশ্চাত্য সত্যকে লুকিয়ে রাখছে কৌশলে। এর মাধ্যমে নব্য জাহিলিয়াতের জন্ম দিচ্ছে তারা।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।