‘অপরাধীদের আবার শাস্তি দিতে মোটেও দ্বিধা করবে না ইরান’
ইরাকের ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা: আরব লীগের বিবৃতি প্রত্যাখ্যান করল ইরান
ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আরব লীগের সর্বশেষ বিবৃতি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, অপরাধীদের আবারও শাস্তি দিতে দেশটি মোটেও দ্বিধা করবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শুক্রবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরাকের ইরবিলে ইহুদিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরান সম্পূর্ণ বৈধ হামলা চালিয়েছে। কারণ, ওই সন্ত্রাসীরা ইরানের জাতীয় নিরাপত্তা ও এদেশের জনগণের জীবনকে বিপদাপন্ন করে তুলেছিল।
তিনি আরো বলেন, ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী যেকোনো উপাদানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তেহরান দ্বিধা করবে না। কারণ, অপরাধীদের শাস্তি দেয়ার মাধ্যমে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই ইরানের মূল লক্ষ্য।
গত সোমবার ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি আস্তানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় নিহত হয়েছেন মোসাদের গুপ্তচর ও কুর্দি তেল টাইকুন পেশরা মাজিদ অগা দিজায়ি।
আইআরজিসির ওই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে আরব লীগ যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা করে ইরানের মুখপাত্র কানয়ানি বলেন, ইরানবিরোধী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য না দিয়ে আরব দেশগুলোর উচিত গাজা উপত্যকায় ইসরাইলের পাশবিক গণহত্যার বিরুদ্ধে কথা বলা এবং ওই গণহত্যা বন্ধ করার লক্ষ্যে ব্যবস্থা নেয়ার চেষ্টা করা।#
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।