নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে ইরান-রাশিয়া সমঝোতা স্মারক সই
https://parstoday.ir/bn/news/iran-i136990-নিরাপত্তা_সহযোগিতা_জোরদার_করতে_ইরান_রাশিয়া_সমঝোতা_স্মারক_সই
ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। ইরানের সর্বশেষ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং রাশিয়ার নিরাপত্তা প্রধান নিকোলাই পাত্রুশেভ এই সমঝোতা স্মারকে সই করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৫, ২০২৪ ১৬:৩৩ Asia/Dhaka
  • নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে ইরান-রাশিয়া সমঝোতা স্মারক সই

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। ইরানের সর্বশেষ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং রাশিয়ার নিরাপত্তা প্রধান নিকোলাই পাত্রুশেভ এই সমঝোতা স্মারকে সই করেন।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে দ্বাদশ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে এই সমঝোতা স্মারক সই হয়। স্মারকের আওতায় তেহরান এবং মস্কো বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা জোরদারে কাজ করবেন। 

গত কয়েক বছর ধরে ইরান এবং রাশিয়া ঘনিষ্ঠ কৌশলগত মিত্রে পরিণত হয়েছে। নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন খাতে এই দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হয়েছে। দুই দেশের ওপরেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সহযোগিতা ও সমন্বয় বেড়েছে। 

সেন্ট পিটার্সবার্গ শহরে ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিশ্বের ১০৬টি দেশের নিরাপত্তা খাতের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হন#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন