মার্কিন ছাত্রদের বিক্ষোভ বিশ্বে যুদ্ধ-বিরোধী জাগরণের প্রমাণ: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i137142-মার্কিন_ছাত্রদের_বিক্ষোভ_বিশ্বে_যুদ্ধ_বিরোধী_জাগরণের_প্রমাণ_ইরান
​​​​​​​ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে যে বিক্ষোভ-প্রতিবাদ করছে তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে, যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের মানুষ জেগে উঠছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ৩০, ২০২৪ ১১:১৫ Asia/Dhaka
  • মার্কিন ছাত্রদের বিক্ষোভ বিশ্বে যুদ্ধ-বিরোধী জাগরণের প্রমাণ: ইরান

​​​​​​​ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে যে বিক্ষোভ-প্রতিবাদ করছে তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে, যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের মানুষ জেগে উঠছে। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর মার্কিন পুলিশের সহিংস আচরণের নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন পুলিশের এই সহিংসতা জেগে ওঠা বিশ্ব জনমতকে থামিয়ে দিতে পারবে না। 

গতকাল (সোমবার) সাপ্তাহিক ব্রিফিংয়ে নাসের কানয়ানি এসব কথা বলেন।

তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে মানবাধিকারের প্রশ্নে আমেরিকা তাদের দ্বৈত নীতি প্রদর্শন করেছে। মার্কিন পুলিশের এই আচরণ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গ্রহণযোগ্য নয় বরং এটা উদ্বেগের বিষয় বলে আমরা মনে করি। বিষয়টিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণলয়ের মুখপাত্র।#

পার্সটুডে/এসআইবি/৩০