ইরান শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i141136-ইরান_শেষ_পর্যন্ত_ফিলিস্তিনিদের_পাশে_থাকবে_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রামে ইরান শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে। তিনি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো সদস্য খলিল আল-হাইয়্যার সঙ্গে এক ফোনালাপে এ অঙ্গীকার ব্যক্ত করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩০, ২০২৪ ১৪:২৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রামে ইরান শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে। তিনি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো সদস্য খলিল আল-হাইয়্যার সঙ্গে এক ফোনালাপে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

পার্সটুডে ফার্সি জানিয়েছে, সাইয়্যেদ আরাকচি এ সময় দখলদার ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের মোকাবিলায় গাজাবাসী ফিলিস্তিনিদের প্রায় ১১ মাসের প্রতিরোধ ও অটল অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, চূড়ান্ত বিজয়ের হাসি ফিলিস্তিনিরাই হাসবে এবং ততদিন পর্যন্ত তাদের পাশে থাকবে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন:

গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা যে যুদ্ধবিরতি মেনে নেবে তার প্রতি ইরানের পূর্ণ সমর্থন থাকবে।

ফোনালাপে হামাস নেতা খলিল আল-হাইয়্যা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় সাইয়্যেদ আব্বাস আরাকচিকে অভিনন্দন জানান। তিনি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সর্বশেষ আলোচনা এবং জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের সাম্প্রতিক তাণ্ডবের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল আল-আকসা মসজিদের গঠনকাঠামোয় পরিবর্তন এনে সেটির ইসলামি পরিচয় মুছে ফেলতে চায়।

হামাসের এই পলিটব্যুরো সদস্য ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের একনিষ্ঠ সমর্থন ও পৃষ্ঠপোষকতার কথা স্মরণ করে বলেন:

ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের মোকাবিলায় ইরান ফিলিস্তিনকে যে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তা নির্যাতিত ফিলিস্তিনি জনগণ কখনোই ভুলবে না বরং তারা আজীবন কৃতজ্ঞ থাকবে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৩০