ইরানে ইসরাইলের পক্ষে নাশকতাকারী ১২ সদস্যের একটি নেটওয়ার্ক ধ্বংস
https://parstoday.ir/bn/news/iran-i141940-ইরানে_ইসরাইলের_পক্ষে_নাশকতাকারী_১২_সদস্যের_একটি_নেটওয়ার্ক_ধ্বংস
পার্সটুডে-ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইরানে ইহুদিবাদী ইসরাইলের সহযোগী বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১৬:৪৫ Asia/Dhaka
  • ইরানে ইসরাইলের পক্ষে নাশকতাকারী ১২ সদস্যের একটি নেটওয়ার্ক ধ্বংস

পার্সটুডে-ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইরানে ইহুদিবাদী ইসরাইলের সহযোগী বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে।

আইআরজিসি'র গণসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ১২ সদস্যের একটি নেটওয়ার্ক, যারা ইহুদিবাদী ইসরাইলের সহযোগী হিসেবে ভাড়া খাটতো তারা, ৬টি গ্রুপে ভাগ হয়ে ইরানের ৬ প্রদেশে নাশকতা চালানোর প্রস্তুতি নিয়েছিল। পার্সটুডে আরও জানায়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে: গ্রেফতারকৃতরা ইরানের জনগণের নিরাপত্তা খর্ব করার পদক্ষেপ নিতে চেয়েছিল।

ওই বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠী এবং তার পশ্চিমা ও ইউরোপীয় মদদদাতারা, বিশেষ করে আমেরিকা গাজা ও লেবাননের জনগণের বিরুদ্ধে তাদের অশুভ ও শয়তানী লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

অবৈধ, জাল ও বর্ণবাদী ইসরাইলি অপরাধী চক্রের নেতারা, তাদের ওই ব্যর্থতা ও বিপর্যয় থেকে বাঁচার জন্য ইরানের অভ্যন্তরে সঙ্কট ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ভাড়াটে সন্ত্রাসী দুর্বৃত্তদের মাধ্যমে ইরানের নিরাপত্তা বিরোধী পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছিলো। কিন্তু আইআরজিসি ওই অশুভ চক্রের সকল পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।