উশু ওয়ার্ল্ড সিরিজ গেমসে স্বর্ণ ও রৌপ্য পদক জিতলেন ইরানি ক্রীড়াবিদরা
https://parstoday.ir/bn/news/iran-i142648-উশু_ওয়ার্ল্ড_সিরিজ_গেমসে_স্বর্ণ_ও_রৌপ্য_পদক_জিতলেন_ইরানি_ক্রীড়াবিদরা
পার্সটুডে: ইরানের জাতীয় উশু দলের দুই খেলোয়াড় ওয়ার্ল্ড সিরিজ গেমসের তাউলু ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১৪, ২০২৪ ১৭:৩৭ Asia/Dhaka
  • শাহিন বানিতালেবি ও মুস্তফা হাসানজাদেহ
    শাহিন বানিতালেবি ও মুস্তফা হাসানজাদেহ

পার্সটুডে: ইরানের জাতীয় উশু দলের দুই খেলোয়াড় ওয়ার্ল্ড সিরিজ গেমসের তাউলু ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন।

বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণে হংকংয়ে উশুতে বিশ্ব গেমস সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রতিনিধি 'শাহিন বানিতালেবি' এবং 'মুস্তফা হাসানজাদেহ' এই টুর্নামেন্টে "নান চুয়ান এবং নান গুয়েন" প্যাকেজে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই বিভাগে তারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেন। হংকংয়ের একজন ক্রীড়াবিদ তৃতীয় স্থান লাভ করেন।

কুংফু চিনের একটি মার্শাল আর্টের নাম উশু। অলিম্পিকেও এই প্রতিযোগিতা রয়েছে। চীনা ভাষায় ‘উ’ শব্দের অর্থ আত্মরক্ষা ও ‘শু’ শব্দের অর্থ কৌশল। অর্থাৎ, উশু শব্দের অর্থ আত্মরক্ষার কৌশল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪