ইরান বড় ধরনের যুদ্ধ, অভিযান এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত: জেনারেল সালামি
https://parstoday.ir/bn/news/iran-i145886-ইরান_বড়_ধরনের_যুদ্ধ_অভিযান_এবং_দীর্ঘমেয়াদী_যুদ্ধের_জন্য_প্রস্তুত_জেনারেল_সালামি
পার্সটুডে: আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের সেনাবাহিনী বছরের পর বছর ধরে বড় ধরনের যুদ্ধ, বড় আকারের অভিযান এবং আপাতদৃষ্টিতে বৃহৎ শক্তির আন্তঃসংযুক্ত বাহিনীগুলোর সঙ্গে কঠিন এমনকি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১২, ২০২৫ ১৭:৪৬ Asia/Dhaka
  • আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি
    আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি

পার্সটুডে: আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের সেনাবাহিনী বছরের পর বছর ধরে বড় ধরনের যুদ্ধ, বড় আকারের অভিযান এবং আপাতদৃষ্টিতে বৃহৎ শক্তির আন্তঃসংযুক্ত বাহিনীগুলোর সঙ্গে কঠিন এমনকি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে।

জেনারেল সালামি আইআরজিসির বিমান প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্র বিভাগের কর্মীদের এক সমাবেশে বলেন, শত্রুদের অবশ্যই এই সত্যটি সম্পর্কে অবগত থাকতে হবে শত্রুর বাড়াবাড়ি, বলদর্পী নীতি এবং আগ্রাসন প্রতিরোধে ইসলামি প্রজাতন্ত্র ব্যবস্থায় এমন রাজনৈতিক ইচ্ছাশক্তি রয়েছে যা সব সময় চলমান, নিখুঁত এবং দৃঢ়।

পার্সটুডের খবর অনুসারে, জেনারেল সালামি জোর দিয়ে বলেন যে ইরানি জাতি শত্রুর বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেন: আমরা আমাদের স্বাধীনতা, পরিচয়, সুনাম এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনো বাইরের শক্তির ওপর নির্ভর করিনি।  মূলত আমরা অন্যদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে দেশের প্রতিরক্ষা কাঠমো তৈরি করি নি। "আমরা আমাদের স্বাধীনতা,পরিচয়, সুনাম এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনও সীমানার বাইরের কোনও শক্তির উপর নির্ভর করিনি। মূলত আমরা অন্যদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে দেশের প্রতিরক্ষা কাঠামো তৈরি করিনি।" সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা আমাদের প্রধান নীতি বলেও জানান জেনারেল সালামি।

আইআরজিসির প্রধান কমান্ডার আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতিৃ ১ এবং ২ অভিযান মহান ইরানি জাতির ক্ষমতা প্রদর্শনের একটি ক্ষুদ্র অংশ মাত্র। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিদিন আধুনিকায়ন হচ্ছে এবং এগুলোর দক্ষতা, পরিমান এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। # 

পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।