রহস্যময় এই ইরানি দুর্গ আপনাকে প্রাচীনকালে ফিরিয়ে নিয়ে যাবে
ফুমানের রুদখান দুর্গ ইরানের গিলান প্রদেশের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র।
রুদখান দুর্গ; দীর্ঘ দেয়াল এবং রহস্যময় ও রাজকীয় কাঠামোসহ থাউজেন্ড স্টেপস দুর্গটি একটি পুরানো প্রতিরক্ষামূলক কাঠামো যা এর কৌশলগত অবস্থানের কারণে কোনও যুদ্ধে এটিকে কখনও জয় করা যায়নি। পার্সটুডের প্রবন্ধে উত্তর ইরানের গিলান প্রদেশের এই দৃঢ় এবং স্থায়ী ঐতিহাসিক পর্যটন কেন্দ্র সম্পর্কে জানতে পারবেন।



রুদখান দুর্গ বা হেসামি দুর্গ হল সাসানীয় সাম্রাজ্যের (২২৪ খ্রিস্টাব্দ থেকে ৬৫১ খ্রিস্টাব্দ) একটি দুর্গের নাম যা রুদখান গ্রামের ফুমান কাউন্টির বনভূমির উপরে নির্মিত হয়েছিল। এর আয়তন ২.৬ হেক্টর। এতে ৬৫টি টাওয়ার এবং ১,৫০০ মিটার দীর্ঘ একটি প্রাচীর রয়েছে। দেয়াল এবং টাওয়ারগুলো চারপাশে ঢালু খোলা জায়গা রয়েছে যা গলিত পদার্থ ঢালা এবং গুলি করার জন্য তৈরি করা হয়েছিল। এই দুর্গটি ফুমান শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।



পার্সটুডে/এমবিএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।