'বিজয়ের সুসংবাদ' অভিযান সফল হওয়ার পর ইসরাইলের ওপর যুদ্ধবিরতি আরোপ
-
সাইয়্যেদ আব্বাস আরাকচি
টানা ১২ দিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইহুদিবাদী ইসরাইল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এ সম্পর্কে বলেছেন, মহান ইরানি জাতি মার্কিন আগ্রাসন মোকাবেলা এবং মাতৃভূমি রক্ষায় দৃষ্টান্তমূলক প্রতিরোধ ও সংহতির মাধ্যমে শত্রুর ওপর যুদ্ধবিরতি আরোপ করেছে।
তিনি জানান, গতরাতে কাতারে মার্কিন আল-উদেইদ ঘাঁটিতে আইআরজিসির সফল ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ট্রাম্প কাকুতি-মিনতির সুরে যুদ্ধবিরতির জন্য আবেদন করে। আমাদের দেশের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় আইআরজিসির সফল অভিযানের পরপরই ট্রাম্প যুদ্ধবিরতির অনুরোধ জানায়।
আরাকচি বলেন, গতরাতে সফল ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে মার্কিন আল-উদেইদ ঘাঁটি বিধ্বস্ত হয়েছে। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদারদের সংবেদনশীল কেন্দ্রগুলোর ক্ষতি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতির অনুরোধ এসেছে। ট্রাম্পের যুদ্ধবিরতির অনুরোধ মহান ইরানি জাতির ১১ দিনের ঐতিহাসিক ও সাহসী প্রতিরোধ এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে ইরানকে রক্ষায় সকল ইরানির অতুলনীয় সংহতির ফসল, যা শত্রুর অশুভ লক্ষ্য উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে ঘোষণা করেছেন, যদি ভোর ৪:০০ টায় ইহুদিবাদী ইসরাইল আক্রমণ বন্ধ করে, তাহলে আমাদের আক্রমণও বন্ধ হয়ে যাবে। ভোর ৪:১৬ টায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বার্তায় সাইয়্যেদ আব্বাস আরাকচি ঘোষণা করেন, আমরা বারবার বলেছি যুদ্ধ শুরু করেছে ইহুদীবাদীরা, আমরা নই। যুদ্ধবিরতি বা অভিযান বন্ধের বিষয়ে কোনও চুক্তি হয়নি। তবে, যদি আজ ভোর ৪:০০ টার মধ্যে দখলদার ইসরাইল ইরানের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমাদের পক্ষ থেকে হামলা অব্যাহত রাখার কোনও ইচ্ছা নেই। পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, আমাদের সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পরবতীতে নেব।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত আরেকটি পোস্টে আরাকচি বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর জবাব দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দখলদার ইসরাইলকে শাস্তি দেওয়ার জন্য আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান ভোর ৪:০০ টা পর্যন্ত অব্যাহত ছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সকল ইরানির সাথে আমিও দেশের সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের প্রিয় দেশকে রক্ষা করতে প্রস্তুত ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর প্রতিটি আক্রমণের জবাব দিয়েছে। ইরানের প্রিয় জনগণ আপনারা দৃঢ় ও বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছেন, আপনাদের প্রতিরোধের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের বীর সদস্যরা অতুলনীয় সাহসিকতার সাথে লড়াই চালিয়ে গেছেন। এর ফলে বর্বর ও অপরাধী শত্রুর ওপর যুদ্ধবিরতি আরোপ করা সম্ভব হয়েছে। আপনাদের সকলের প্রতি অবনত মস্তকে কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে অভিনন্দন।#
পার্সটুডে/এমএআর/২৪