প্রশিক্ষিত সন্ত্রাসীদের ইরানে প্রবেশ করানো হয়েছে: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i155998-প্রশিক্ষিত_সন্ত্রাসীদের_ইরানে_প্রবেশ_করানো_হয়েছে_পেজেশকিয়ান
পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুপক্ষ তাদের লক্ষ্য বাস্তবায়নে প্রশিক্ষিত সন্ত্রাসীদের ইরানে প্রবেশ করিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দাঙ্গাবাজ ও অরাজকতাকারীরা প্রকৃত প্রতিবাদী জনগণ নয়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১১, ২০২৬ ১৯:৩২ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান
    মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুপক্ষ তাদের লক্ষ্য বাস্তবায়নে প্রশিক্ষিত সন্ত্রাসীদের ইরানে প্রবেশ করিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দাঙ্গাবাজ ও অরাজকতাকারীরা প্রকৃত প্রতিবাদী জনগণ নয়।

আজ (রোববার) জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে সাম্প্রতিক পরিস্থিতির প্রতিক্রিয়া জানিয়ে পেজেশকিয়ান বলেন, শত্রু অস্থিরতা আরও বাড়াতে চাইছে এবং সেই লক্ষ্যেই প্রশিক্ষিত সন্ত্রাসীদের ইরানে পাঠানো হয়েছে।

তিনি উল্লেখ করেন, সরকারের দায়িত্ব জনগণের সমস্যার সমাধান করা ও তাদের উদ্বেগ দূর করা, একই সঙ্গে অরাজকতাকারীদের দেশকে অস্থিতিশীল করতে না দেওয়াও সরকারের কর্তব্য। তিনি ইরানি পরিবারগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের সন্তানদের সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের উসকানিতে জড়িয়ে পড়তে না দেন।

সাম্প্রতিক দিনগুলোতে ব্যবসায়ী ও দোকানদারদের প্রতিবাদের প্রসঙ্গ তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, প্রতিবাদী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তাদের উদ্বেগ শুনে সমঝোতায় পৌঁছানো হয়েছে। পাশাপাশি চেম্বার অব গিল্ডস ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও সরকারের বৈঠকে অংশ নিয়ে তাদের উদ্বেগ তুলে ধরেছেন। এসব সামাজিক গোষ্ঠীর সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ সরকার যে কোনোভাবে তাদের সমস্যার সমাধান করতে চায়।

পেজেশকিয়ান আরও বলেন, "১২ দিনের যুদ্ধের সময়ও শত্রুপক্ষ দেশকে অরাজকতায় ঠেলে দিতে চেয়েছিল। আজও ইরানি জনগণের শত্রুরা অস্থিরতা বাড়ানো ও হস্তক্ষেপের চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা দেশের ভেতরে ও বাইরে কিছু গোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়েছে এবং বাইরে থেকে সন্ত্রাসীদের ইরানে প্রবেশ করিয়েছে।"

তিনি অভিযোগ করেন, তারা মসজিদে আগুন দিয়েছে, বাজারে অগ্নিসংযোগ করেছে, নিরীহ মানুষকে অস্ত্র দিয়ে হত্যা করেছে, মেশিনগানে গুলি চালিয়েছে, আগুন দিয়েছে এবং এমনকি শিরশ্ছেদও করেছে।

ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যারা দাঙ্গা করছে তারা সাধারণ মানুষ নয়; কেউ যদি সত্যিই এই দেশের অংশ হয়, তবে এমন আচরণ করতে পারে না। তিনি বলেন, জনগণ যদি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে, তবে তাদের কথা শোনা হবে এবং তাদের সমস্যার সমাধান করা হবে।#

পার্সটুডে/এমএআর/১১