ট্রাম্পের তেহরান-বিরোধী বক্তব্য কেউ বিশ্বাস করে না: শামখানি
https://parstoday.ir/bn/news/iran-i38840-ট্রাম্পের_তেহরান_বিরোধী_বক্তব্য_কেউ_বিশ্বাস_করে_না_শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক তেহরান-বিরোধী বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি রাশিয়ার একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করে বলেছেন, আন্তর্জাতিক সমাজ ট্রাম্পের এ ধরনের বক্তব্য বিশ্বাস করে না।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
মে ২৮, ২০১৭ ০৪:৪৬ Asia/Dhaka
  • আলী শামখানি
    আলী শামখানি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক তেহরান-বিরোধী বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি রাশিয়ার একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করে বলেছেন, আন্তর্জাতিক সমাজ ট্রাম্পের এ ধরনের বক্তব্য বিশ্বাস করে না।

ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে সৌদি আরব সফরে গিয়ে ইরানকে একঘরে করে ফেলার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি তেহরানকে সাম্প্রদায়িক সংঘাত ও সন্ত্রাসবাদের আগুন জ্বালিয়ে দেয়ার জন্য অভিযুক্ত করেন।

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আলী শামখানি আরো বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প প্রথম বিদেশ সফরের জন্য এমন একটি দেশকে বেছে নিয়েছেন যেটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত।  অন্যদিকে ইরান নিজেই সন্ত্রাসবাদের শিকার বলে মন্তব্য করেন তিনি।   

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, তার দেশ প্রায় ৪০ বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াইয়ে ইরানের হাজার হাজার নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে আমেরিকার জনগণ সন্ত্রাসী হামলা কাকে বলে তা বুঝতে পেরেছে কেবলমাত্র ১১ সেপ্টেম্বরের হামলার পর।

আলী শামখানি বলেন, ১১ সেপ্টেম্বরের হামলায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর মধ্যে ১৫ জনই ছিল সৌদি নাগরিক এবং তাদের সঙ্গে উচ্চপদস্থ সৌদি কর্মকর্তাদের যোগসাজশ ছিল। ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, কাজেই ট্রাম্প তার দেশে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত একটি দেশ সফর করে তেহরানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা বিশ্ববাসী তো দূরের কথা আমেরিকার জনগণই বিশ্বাস করবে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮