মিয়ানমার পশ্চিমাদের হাতের পুতুল, মুসলিম বিশ্ব রুখে দাঁড়াবে: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i45857-মিয়ানমার_পশ্চিমাদের_হাতের_পুতুল_মুসলিম_বিশ্ব_রুখে_দাঁড়াবে_বেলায়েতি
ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি মিয়ানমারকে পশ্চিমা দেশগুলোর হাতের পুতুল হিসেবে আখ্যায়িত করে বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধদের বর্বর গণহত্যা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে মুসলিম বিশ্ব রুখে দাঁড়াবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৯:৪৮ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি মিয়ানমার
    ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি মিয়ানমার

ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি মিয়ানমারকে পশ্চিমা দেশগুলোর হাতের পুতুল হিসেবে আখ্যায়িত করে বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধদের বর্বর গণহত্যা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে মুসলিম বিশ্ব রুখে দাঁড়াবে।

রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো অপরাধযজ্ঞের পেছনে মার্কিন সরকারের সমর্থন রয়েছে এ কথা উল্লেখ করে বেলায়েতি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় মুসলিম দেশগুলো মিয়ানমারের স্বৈরচারী শাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।   

এদিকে, ইরানের স্বাস্থ্যমন্ত্রী হাসান কাজি জাদেহ হাশেমি অসহায় রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চালানো বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র তত্ত্বাবধানে মিয়ানমারে একটি চিকিৎসক দলসহ প্রয়োজনীয় ওষুধ সামগ্রী পাঠাতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট থেকে সহিংসতা শুরু হওয়ার পর এ পর্যন্ত ছয় হাজারের বেশি রোহিঙ্গা নিহত এবং আট হাজারের বেশি আহত হয়েছে। এছাড়া, প্রতিদিন হাজার হাজার মুসলিম রোহিঙ্গা নাফ নদী পার হয়ে বা দুর্গম পাহাড়ি বনাঞ্চল পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে বাধ্য হচ্ছে। এ পর্যন্ত আনুমানিক ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪