ইরান-পাকিস্তান সম্পর্ক খারাপ করতে দেয়া হবে না: আলী শামখানি
-
জানজুয়া (বামে) ও শামখানি (ডানে)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সন্ত্রাসী ভাড়া করে ও অস্ত্র দিয়ে কিছু দেশ সীমান্তকে অনিরাপদ করে তুলবে এবং তেহরান-ইসলামবাদ সম্পর্কের ওপর প্রভাব ফেলবে তা হতে দেয়া হবে না।
রাজধানী তেহরানে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানজুয়া'র সঙ্গে বৈঠকে তিনি আজ (রোববার) এ কথা বলেন। তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষকরে যৌথ হুমকি মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে হবে।
আলী শামখানি বলেন, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে মার্কিন কপটতা, দ্বিচারিতা ও বিদ্বেষী নীতি মোকাবিলা করতে হবে। এ জন্য ইরান ও পাকিস্তানকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, শুধু পাকিস্তান ও ইরানের মধ্যে নয় সব মুসলিম দেশের মধ্যেই সহযোগিতা বাড়াতে হবে।
এ সময় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানজুয়া বলেন, তেহরানের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে ইসলামাবাদ। তিনিও মুসলমানদের মধ্যে বিভেদ উসকে দেয়ার ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭