আমেরিকা ও সৌদি আরব হচ্ছে দায়েশের অস্ত্রদাতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i51959-আমেরিকা_ও_সৌদি_আরব_হচ্ছে_দায়েশের_অস্ত্রদাতা_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ও সৌদি আরবই সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএসআইএল)-কে অস্ত্র দিয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৮ ০০:১৮ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ও সৌদি আরবই সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএসআইএল)-কে অস্ত্র দিয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।

জারিফ আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের প্রচার যন্ত্রগুলো যতই বাস্তবতা উল্টে দিতে ভুয়া তথ্য দিক না কেন, সৌদি আরব যতই আলোকিত ভিশনের কথা প্রচার করুক না কেন এবং আমেরিকা দায়েশ বা আইএসকে পরাজিত করার কৃতিত্ব নিজের নামে চালিয়ে দেয়ার চেষ্টা করুক না কেন, প্রকৃত বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। 

তিনি আরও বলেন, বাস্তবতা হলো দায়েশকে পরাজিত করার ক্ষেত্রে ইরাক ও সিরিয়ার জনগণকে সহযোগিতা করেছে ইরান। অপর দিকে আমেরিকা ও সৌদি আরব দায়েশকে অস্ত্র সরবরাহ করেছে। 

আদেল আল জুবায়ের

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের ইরানের বিরুদ্ধে যেসব বক্তব্য দিয়েছেন তার জবাবে এসব কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ইরান মধ্যপ্রাচ্যে সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছে বলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫