ট্রাম্পের ক্ষোভ নিরসনে ইউরোপের নীতি ভুল: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i53981-ট্রাম্পের_ক্ষোভ_নিরসনে_ইউরোপের_নীতি_ভুল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ নিরসনের জন্য ইউরোপ যে নীতি নিয়েছে তা ভুল। বেশ কিছুদিন থেকেই ট্রাম্প এ সমঝোতা বানচালের হুমকি দিয়ে আসছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ০৫, ২০১৮ ২০:৩৪ Asia/Dhaka
  • ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর (বামে) সঙ্গে আলী শামখানির বৈঠক
    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর (বামে) সঙ্গে আলী শামখানির বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ নিরসনের জন্য ইউরোপ যে নীতি নিয়েছে তা ভুল। বেশ কিছুদিন থেকেই ট্রাম্প এ সমঝোতা বানচালের হুমকি দিয়ে আসছেন।

ইরান সফররত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য-ইভস লা দিয়াঁর সঙ্গে আজ (সোমবার) এক বৈঠকে আলী শামখানি এ মন্তব্য করেন। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যখন ইউরোপের কোনো কোনো দেশ ও আমেরিকা তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে তখন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর করছেন।

ইরানি ক্ষেপণাস্ত্র পরিদর্শন করছেন প্রেসিডেন্ট হাসান রুহানি (ফাইল ফটো)

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও ট্রাম্পের বক্তব্যের বিষয়ে ইউরোপের দেশগুলোর অবস্থান সম্পর্কে আলী শামখানি বলেন, আমেরিকাকে পরমাণু সমঝোতায় রাখার জন্য ইউরোপীয়রা ট্রাম্পকে যে ছাড় দিচ্ছে তা ভুল নীতি। এ নীতিকে তিনি আমেরিকার মনস্তাত্ত্বিক যুদ্ধের কাছে ইউরোপের আত্মসমর্পণ বলে ইঙ্গিত দেন। শামখানি বলেন, পরমাণু সমঝোতা বানচাল করা হলে আরেকটি আন্তর্জাতিক চুক্তি বিশ্বাসযোগ্যতা হারাবে। তিনি আরো বলেন, যেকোনো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলো ও বিশ্ব সম্প্রদায়ের তা রক্ষা করার দায়িত্ব থাকে। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়া উচিত নয়। কোনো একক পক্ষ থেকে এমন চুক্তি বাতিলের দাবি কিংবা লঙ্ঘন করা অগ্রহণযোগ্য।

সম্প্রতি খবর বের হয়েছে, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকাকে রাখার জন্য ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ওয়াশিংটনের সঙ্গে মিলে একটি কৌশল নির্ধারণের চেষ্টা করছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫