ইরান এখন অনেক শক্তিশালী, চাপ প্রয়োগের সুযোগ নেই: সালেহি
https://parstoday.ir/bn/news/iran-i57538-ইরান_এখন_অনেক_শক্তিশালী_চাপ_প্রয়োগের_সুযোগ_নেই_সালেহি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশ এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ফলে মার্কিন নিষেধাজ্ঞার নাম করে ইরানকে চাপ দেয়া এখন আর সহজ নয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৯, ২০১৮ ১৮:২১ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মিগুয়েল আরিয়াস ক্যানেটের সঙ্গে আলী আকবর সালেহি (বামে)
    সংবাদ সম্মেলনে মিগুয়েল আরিয়াস ক্যানেটের সঙ্গে আলী আকবর সালেহি (বামে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশ এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ফলে মার্কিন নিষেধাজ্ঞার নাম করে ইরানকে চাপ দেয়া এখন আর সহজ নয়।

রাজধানী তেহরানে আজ (শনিবার) ইউরোপীয় কমিশনের জ্বালানি বিষয়ক প্রধান মিগুয়েল আরিয়াস ক্যানেটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সালেহি। তিনি আরো বলেন, তেহরান আশা করে ইউরাপীয় জোট পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। তবে যতক্ষণ পর্যন্ত তা বাস্তবায়ন না করছে ততক্ষণ পর্যন্ত তেহরান নিশ্চিত হতে পারছে না।

মিগুয়েল আরিয়াস ক্যানেট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলেও ইউরোপীয় দেশগুলো এ সমঝোতা টিকিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তা নিশ্চিত করার জন্য ক্যানেট তেহরান সফর করছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমরা আমাদের ইরানি বন্ধুদেরকে এ বার্তা দিয়েছি যে, যতক্ষণ পর্যন্ত তারা পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন ততক্ষণ পর্যন্ত ইউরোপীয়রাও তা বাস্তবায়ন করে যাবে।” এ সময় তিনি আশা করেন, ইউরোপীয় জোট ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াবে। ক্যানেট আরো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার জন্য পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা জরুরি। তিনি বলেন, “মার্কিন নিষেধাজ্ঞার কারণে অবশ্যই জটিলতা তৈরি হবে। আমরা তা তুলে নেয়ার কথা বলব, যেসব কোম্পোনি বিনিয়োগ করেছে তাদেরকে নিষ্কৃতি দেয়ার কথা বলব।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯