ইরানিরা যেভাবে ফুটবল খেলা দেখে
জুন ২৮, ২০১৮ ১৮:২৭ Asia/Dhaka
-
সিনেমা হলে খেলা দেখানো হচ্ছে
ইরানিরা ফুটবল খেলা খুব পছন্দ করেন। তারা সাধারণত বাড়িতে, পার্কে কিংবা বিপণীকেন্দ্রে বসে টেলিভিশনে ফুটবল খেলা উপভোগ করেন।

তবে চলতি বিশ্বকাপে তারা ইরানের খেলাগুলো দেখেছে সিনেমা হল এবং তেহরানের আজাদি স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে। সিনেমা হলের টিকিট বহু আগেই বিক্রি শেষ হয়ে যায়। পরে বেলকনি দাঁড়িয়ে খেলা দেখেন অনেকেই।

ইরানের বড় বড় শপিং মলগুলোতেও বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। তাছাড়া, কিছু পার্কেও বড়পর্দায় খেলা দেখানো হয়।

এই গ্যালারিটি পর্তুগালের সঙ্গে ইরানের খেলার সময় তোলা ছবি দিয়ে সাজানো হয়েছে।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮
ট্যাগ