জাপানি প্রধানমন্ত্রীর ইরান সফরের পরিকল্পনাই ছিল না: তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i59802-জাপানি_প্রধানমন্ত্রীর_ইরান_সফরের_পরিকল্পনাই_ছিল_না_তেহরান
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ইরান সফর বাতিল করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০৪, ২০১৮ ০৫:২৭ Asia/Dhaka
  • জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে
    জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ইরান সফর বাতিল করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, জাপানি প্রধানমন্ত্রীর তেহরান সফরের ব্যাপারে কোনো আলোচনা হয়নি এবং এরকম কোন পরিকল্পনাই ছিল না যে এখন তা বাতিল করা হবে।

জাপানের সঙ্গে ইরানের সম্পর্ককে ‘অত্যন্ত ভালো’ আখ্যায়িত করে কাসেমি বলেন, “একটি পুরনো শরীক ও বন্ধুদেশ হিসেবে টোকিওর সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করতে তেহরান আগ্রহী। তবে জাপানের প্রধানমন্ত্রীর তেহরান সফরের কোনো পরিকল্পনা ছিল না।”

বাহরাম কাসেমি

জাপানের কোনো কোনো গণমাধ্যম গতকাল (মঙ্গলবার) দাবি করেছিল, জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার ইরান সফর বাতিল করেছেন। ওইসব গণমাধ্যম আরো দাবি করে, চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে অ্যাবের তেহরান সফরে আসার কথা ছিল। আমেরিকার চাপের কারণে সফরটি বাতিল হয়েছে বলেও জাপানি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪