পুতিনের জন্য বার্তা নিয়ে রাশিয়া গেছেন ইরানি কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/iran-i59986-পুতিনের_জন্য_বার্তা_নিয়ে_রাশিয়া_গেছেন_ইরানি_কর্মকর্তা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে রাশিয়া সফরে গেছেন। তিনি এ বার্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দেবেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ১১, ২০১৮ ২০:২২ Asia/Dhaka
  • ড. আলী আকবর বেলায়েতি
    ড. আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে রাশিয়া সফরে গেছেন। তিনি এ বার্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দেবেন।

ড. বেলায়েতি তিনদিনের সফরে আজ (বুধবার) মস্কো পৌঁছান এবং তিনি রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে যাওয়ার পর তেহরান তার অবস্থান তুলে ধরে বিভিন্ন দেশে বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব দূত মার্কিন আচরণের বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি সংক্রান্ত ‘উঁচু পর্যায়ের বার্তা’ বহন করবেন। সে ক্ষেত্রে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সর্বোচ্চ নেতার উপদেষ্টার আসন্ন এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরান ও রাশিয়া বন্ধুপ্রতীম দেশ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে দু দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। বেলায়েতির সফরে দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে আলোচনা হবে। পরে তিনি চীন সফরে যাবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১