আমেরিকার সঙ্গে সম্ভাব্য বৈঠক নাকচ করে দিলেন জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i63437-আমেরিকার_সঙ্গে_সম্ভাব্য_বৈঠক_নাকচ_করে_দিলেন_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে ইরান এবং আমেরিকার কর্মকর্তাদের মধ্যে সম্ভাব্য আলোচনা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে তা নাকচ করে দিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ১১, ২০১৮ ১৬:৪৬ Asia/Dhaka
  • আমেরিকার সঙ্গে সম্ভাব্য বৈঠক নাকচ করে দিলেন জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে ইরান এবং আমেরিকার কর্মকর্তাদের মধ্যে সম্ভাব্য আলোচনা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে তা নাকচ করে দিয়েছেন।

আমেরিকার নিউইয়র্ক শহরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে সম্ভাব্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে জারিফকে প্রশ্ন করা হলে জবাবে তিনি তা সরাসরি নাকচ করে দেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থা এ খবর দিয়েছে। এ সময় জারিফ বলেন, "না, এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।"  ইরানের কর্মকর্তারা যখন চাইবেন তখনই আলোচনায় বসতে রাজি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেয়ার পর এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জারিফের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এলো।

গত ৩০ জুলাই (সোমবার) হোয়াইট হাউজে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ট্রাম্প

এর আগে গত ৩০ জুলাই জুন হোয়াইট হাউজে ইতালির প্রধানমন্ত্রী জুসপে কোন্টে’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি তার ইরানি সমকক্ষ হাসান রুহানির সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে চান। এ আলোচনা ‘যখনই ইরানিরা চাইবে তখনই হতে পারে’ বলেও তিনি মন্তব্য করেছিলেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১১